TRENDING:

বাজারের থলি থেকে সবজি চিনিয়ে দিচ্ছে জিভা ধোনি, দেখুন সেই মিষ্টি ভিডিও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মিষ্টি, মজার একের পর এক ভিডিও-তে সকলের মন কেড়ে নেয় সে ৷ মহেন্দ্র সিং ধোনির মেয়ে জিভা ধোনি তার বাবার মতোই জনপ্রিয় ৷ একরত্তি মেয়ে। কিন্তু তার বুদ্ধমত্তা, তার স্মার্টনেস দেখার মতো ৷
advertisement

ধোনি আর সাক্ষী মাঝে মধ্যেই মেয়ে জিভার নানা কার্যকলাপের মিষ্টি ভিডিও পোস্ট করতে থাকেন ৷ এর আগে একবার নানা ভাষায় তার কথা বলা রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ধোনি ৷ ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছিল ৷

সম্প্রতি আরও একটি ভিডিও এসেছে সোশ্যাল মিডিয়ায় ৷ সেখানে দেখা যাচ্ছে, বাজারের বাস্কেট থেকে একেক করে সবজি বের করে তার নাম বলছে জিভা ৷ শুধু তাই নয়, এই সবজিগুলো কোথা থেকে আনা হয়েছে, তাও জানে সে ৷

advertisement

দেখুন জিভার সেই ভিডিও--

সেরা ভিডিও

আরও দেখুন
জলাশয়ে দেশীয় মাছের শত্রুর হানা! খেয়ে সাবাড় করে দিচ্ছে সমস্ত কিছু
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
বাজারের থলি থেকে সবজি চিনিয়ে দিচ্ছে জিভা ধোনি, দেখুন সেই মিষ্টি ভিডিও