টিভিতে প্রচারের আগে বিজ্ঞাপনের অংশবিশেষ ইন্সটাগ্রামে আপলোড করা হয়েছে। যেখানে জিভার অভিনয়ের প্রশংসায় মেতেছেন সবাই। বিজ্ঞাপনের ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে বাবা ধোনি ও মেয়ে জিভা মিলে প্রাতরাশ টেবিলে বসেছেন বিস্কুটের প্যাকেট নিয়ে। একটি কেকের ওপর একে একে বিস্কুট রাখছেন। ধোনি কথা দিচ্ছেন এবার থেকে ফোনে কম, জিভাকে বেশি সময় দেবেন। শুনে আনন্দে হাততালি দিচ্ছে জিভা। মেয়ের আবদার বাবা বল করবে,সে ব্যাট করবে। আবার মায়ের জন্য দুজনে মিলে প্রাতরাশ বানাবেন বলে ঠিক করছেন। তারপর চালাকি করে বাবার হাত থেকে বিস্কুট কেড়ে নিয়ে জিভা বলছে এটা জিভার বিস্কুট। এরপর দুজনে হাসিতে ফেটে পড়লেন।
advertisement
ইতিমধ্যেই প্রচুর মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। টিভিতে সম্প্রচার হলে আরও জনপ্রিয় হবে বলাই যায়। এমনিতে মহেন্দ্র সিং ধোনি যখন খেলতেন তখন বিজ্ঞাপন জগতে তাঁর মূল্য ছিল অপরিসীম। অবসর নেওয়ার পরেও একাধিক পণ্যের বিজ্ঞাপন করেন তিনি। উল্লেখ্য ইতিমধ্যেই রাঁচির খামারবাড়িতে বিশাল জায়গা জুড়ে জৈব চাষ করছেন তিনি। দেশ এবং বিদেশে রফতানি হবে ওই জমিতে তৈরি শাক,সব্জি। এই মুহূর্তে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ধোনি এবং জিভার এই নতুন বিজ্ঞাপন ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে।