এমনই একজন হলেন যুজবেন্দ্র চাহাল। এক সময় চাহাল ছিলেন টিম ইন্ডিয়ার বোলিং আক্রমণের গর্ব। তিনি মাঠে নামলেই বড় বড় ব্যাটসম্যানরাও তাঁর স্পিনের জবাব খুঁজে পেতেন না। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে চাহাল টিম ইন্ডিয়ার জয়ের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন। কিন্তু হঠাৎ করেই তিনি দল থেকে হারিয়ে যান। তাঁর জায়গায় দলে এসে যান কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর এবং বরুণ চক্রবর্তীর মতো স্পিন বিকল্পরা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে—শেষ পর্যন্ত কীভাবে চাহাল নির্বাচকদের নজর থেকে ছিটকে গেলেন?
advertisement
এসবের মাঝে খবর, একই সঙ্গে ডেঙ্গি ও চিকুনগুনিয়ায় ভুগছেন ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। অসুস্থতার কথা জানিয়েছেন নিজেই। বিশ্রামে রয়েছেন তিনি। ডেঙ্গি ও চিকুনগুনিয়া, দুটিই মশাবাহিত রোগ। দু’টিই হয় ভাইরাসের সংক্রমণে।
আরও পড়ুন- এক হাজার কোটি টাকার সম্পত্তি! একটা ছোট্ট সিদ্ধান্ত বদলে দেয় বিরাট কোহলির জীবন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুনঅন্যদিকে, তাঁর শেষ ওয়ানডে ম্যাচ ছিল জিম্বাবোয়ের বিরুদ্ধে। সেই ম্যাচে চাহাল ৭.২ ওভারে ৪৩ রান দিয়ে ২টি উইকেট নিয়েছিলেন। এর পর থেকে টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটার আর খেলার সুযোগ পাননি।