ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার নামের পাশে সবচেয়ে দ্রুত টি টোয়েন্টি সেঞ্চুরি লেখা রয়েছে৷ ২০১৭ সালে ৩৫ বলে তিনি শতরান করেন৷ সূর্যকুমার যাদব নিজের প্রথম শতরান জুলাইয়ের ২০২২ এ৷ ট্রেন্টব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে এসেছিল জয়৷ নভেম্বর মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান করেন৷ সূর্যকুমার যাদব এই ধামাকাদার ইনিংস খেলার জন্য সমস্ত সহযোগী ক্রিকেটারকে ধন্যবাদ জানিয়েছেন৷ ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন কাঁপিয়ে বেড়াচ্ছে৷
advertisement
আরও পড়ুন - Gossip: দুই কচিকে নিয়ে একেবারে নাজেহাল! সঙ্গে আয়া থাকাতেও কেন এই ন্যাকামি, রইল প্রমাণ
মুম্বইতে ক্রিকেটার রাজকোটে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের রুদ্র রূপ দেখিয়েছেন৷ ২৫ বলে অর্ধশতরান পূর্ণ করেন৷ সূর্যকুমারের লাগাতার পারফরম্যান্সে রাহুল দ্রাবিড়ও দারুণ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন৷ তাঁর নামের পাশে ৫ টি টোয়েন্টি শতরান রয়েছে৷
এদিকে এরই মধ্যে একটি ভিডিও দারুণ ভাইরাল হয়েছে৷ যেখানে সূর্যকুমার যাদব শানদার পারফরম্যান্সের পর তাঁকে চুমু খান যুজবেন্দ্র চাহাল৷ তাঁদের এই পারস্পরিক ভাতৃত্বের ভিডিও একেবারে সুপারহিট৷