TRENDING:

Yuzvendra Chahal : বিয়ে ভেঙেছিল, এবার প্রেমও ভাঙল! তারকা ক্রিকেটার চাহালের জীবনে নতুন মোড়, 'খবর' চাপা থাকল না!

Last Updated:

Yuzvendra Chahal : চাহাল স্পষ্ট করে জানান, তিনি বর্তমানে কারও সঙ্গে সম্পর্কে নেই। সাম্প্রতিক এক ঘটনায় দেখা গেছে, ইউজভেন্দ্র চাহাল ও আরজে মাহভাশ একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : যুজভেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মা ২০২৫ সালের শুরুর দিকে তাঁদের দাম্পত্য জীবনের ইতি টানেন। ২০২০ সালে বিয়ে করা এই দম্পতির বিচ্ছেদের সিদ্ধান্ত অনেককেই চমকে দেয়। বিচ্ছেদের পর সামাজিক মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর আরজে মাহভাশের সঙ্গে ইউজভেন্দ্র চাহালের নাম জড়িয়ে নানা জল্পনা শুরু হয়। ফলে তাঁদের মধ্যে নতুন কোনো সম্পর্ক রয়েছে কি না—এই নিয়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়ে।
News18
News18
advertisement

পরে চাহাল স্পষ্ট করে জানান, তিনি বর্তমানে কারও সঙ্গে সম্পর্কে নেই। সাম্প্রতিক এক ঘটনায় দেখা গেছে, ইউজভেন্দ্র চাহাল ও আরজে মাহভাশ একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। বুধবার প্রথম এই তথ্যটি শেয়ার করেন পাপারাজ্জো বরিন্দর চাওলা। তিনি জানান, আগে দু’জন একে অপরকে ফলো করলেও এখন তাঁরা দু’জনই নিজেদের ফলোয়িং তালিকা থেকে একে অপরকে সরিয়ে দিয়েছেন।

advertisement

গত বছর রাজ শামানির পডকাস্টে কথা বলতে গিয়ে চাহাল একটি ঘটনার কথা স্মরণ করেন। তিনি বলেছিলেন, এক সময় তিনি বন্ধুদের সঙ্গে একটি গ্রুপ ফটোতে ধরা দেন। কিন্তু সেদিন সবাইকে না দেখে কেবল এক জনকে নিয়েই আলোচনা শুরু হয়—তাই গুঞ্জন ছড়ায় যে তাঁদের মধ্যে কোনো ‘লিংক-আপ’ বা সম্পর্ক হতে পারে।

আরও পড়ুন- কড়কড়ে নোট দিতে হবে না, গান শোনালেই মিলবে গরম চা! বীরভূমের জয়দেবের মেলায়…

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দস্যু দলপতির নামে গড়বাড়ি! নারায়ণগড়ের বিনয়গড়ে ইতিহাসের বিস্ময়কর সাক্ষী
আরও দেখুন

যখন তাঁকে জিজ্ঞেস করা হয়, বর্তমানে কারও সঙ্গে তাঁর কোনও সম্পর্ক চলছে কি না, তিনি তা অস্বীকার করে বলেন, “না। মানুষ যা ভাবতে চায়, ভাবুক।” তিনি আরও যোগ করেন, আবার ভালবাসা অনুভব করতে তাঁর সময় লাগবে। উল্লেখ্য, চাহাল এবং মাহভাশ—দুজনেই এখন পর্যন্ত আনফলো ইস্যুতে কোনও মন্তব্য করেননি।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Yuzvendra Chahal : বিয়ে ভেঙেছিল, এবার প্রেমও ভাঙল! তারকা ক্রিকেটার চাহালের জীবনে নতুন মোড়, 'খবর' চাপা থাকল না!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল