পরে চাহাল স্পষ্ট করে জানান, তিনি বর্তমানে কারও সঙ্গে সম্পর্কে নেই। সাম্প্রতিক এক ঘটনায় দেখা গেছে, ইউজভেন্দ্র চাহাল ও আরজে মাহভাশ একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। বুধবার প্রথম এই তথ্যটি শেয়ার করেন পাপারাজ্জো বরিন্দর চাওলা। তিনি জানান, আগে দু’জন একে অপরকে ফলো করলেও এখন তাঁরা দু’জনই নিজেদের ফলোয়িং তালিকা থেকে একে অপরকে সরিয়ে দিয়েছেন।
advertisement
গত বছর রাজ শামানির পডকাস্টে কথা বলতে গিয়ে চাহাল একটি ঘটনার কথা স্মরণ করেন। তিনি বলেছিলেন, এক সময় তিনি বন্ধুদের সঙ্গে একটি গ্রুপ ফটোতে ধরা দেন। কিন্তু সেদিন সবাইকে না দেখে কেবল এক জনকে নিয়েই আলোচনা শুরু হয়—তাই গুঞ্জন ছড়ায় যে তাঁদের মধ্যে কোনো ‘লিংক-আপ’ বা সম্পর্ক হতে পারে।
আরও পড়ুন- কড়কড়ে নোট দিতে হবে না, গান শোনালেই মিলবে গরম চা! বীরভূমের জয়দেবের মেলায়…
যখন তাঁকে জিজ্ঞেস করা হয়, বর্তমানে কারও সঙ্গে তাঁর কোনও সম্পর্ক চলছে কি না, তিনি তা অস্বীকার করে বলেন, “না। মানুষ যা ভাবতে চায়, ভাবুক।” তিনি আরও যোগ করেন, আবার ভালবাসা অনুভব করতে তাঁর সময় লাগবে। উল্লেখ্য, চাহাল এবং মাহভাশ—দুজনেই এখন পর্যন্ত আনফলো ইস্যুতে কোনও মন্তব্য করেননি।
