আগামী ৩০ নভেম্বর মডেল-অভিনেত্রী হ্যাজেল কিচের সঙ্গে বিয়ে হতে চলেছে যুবরাজের ৷ বিয়ের অতিথিদের তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিমন্ত্রণ করতে বৃহস্পতিবার সকালে ঠিক সময়েই পৌছে গিয়েছিলেন যুবি ৷ কিন্তু বিয়ের কার্ডে প্রধানমন্ত্রীর নামের বানান দেখে অবাক প্রত্যেকেই ৷ তাড়াহুড়োতে যুবরাজ ভুল লিখেছেন, নাকি ভারতীয় দলে নিজের পুরোনো সতীর্থ বীরেন্দর সহবাগের নামের বানানের সঙ্গে গুলিয়ে ফেলেই প্রধানমন্ত্রীর নাম যুবি নরেন্দর লিখলেন কি না, তা নিয়েই এখন জোর জল্পনা ৷
advertisement
খুব একটা জাঁকজমক ছাড়াই যুবরাজ-হ্যাজেলের বিয়ে হতে চলেছে বলে খবর ৷ আগামী ২৯ নভেম্বর টিম হোটেলে বিয়ের রিসেপশনে ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটারদের উপস্থিত থাকার কথা ৷ এরপর চণ্ডীগড়ের গুরুদ্বারাতে পরের দিন ৩০ নভেম্বর বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে ৷ এছাড়া ২ ডিসেম্বর হিন্দুমতেও আরও একবার বিয়ে হওয়ার কথা রয়েছে ৷ দিল্লিতে সঙ্গীত এবং রিসেপশন হবে আগামী ৫ ও ৭ ডিসেম্বর ৷