২০২২ সালে সূর্যকুমার যাদব টি-টোয়েন্টি ফর্ম্যাটে দুরন্ত ছন্দে ছিলেন। এখনও তিনি আইসসি ক্রমতালিকায় এক নম্বর টি-টোয়েন্টি প্লেয়ার। সূর্য ৩১টি টি-টোয়েন্টি ইনিংস খেলে ১১৬৪ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৮৭.৪৩। এবং গড় ৪৬.৫৬। এই ইনিংসের মধ্যে তাঁর ২টি সেঞ্চুরি এবং ৯টি হাফসেঞ্চুরি রয়েছে।
আরও পড়ুন - East Bengal: গম্বাউ সম্ভবত বাদ, ইস্টবেঙ্গলের কোচের দৌড়ে হাবাস এবং এক জার্মান ম্যানেজার
advertisement
২০২৩ সালের শুরুটা মোটেও ভাল হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটারের। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে সূর্য তিনটি ব্যাক-টু-ব্যাক ম্যাচে গোল্ডেন ডাক করে আউট হয়ে গিয়েছিলেন। এই ধরনের খারাপ পারফরম্যান্সের পর যে কোনও ক্রিকেটারের আত্মবিশ্বাস নষ্ট হতে যেতে পারে। আর সূর্যও এর ব্যতিক্রম নয়।
ভারতের তারকা ব্যাটসম্যান ৩৬০ ডিগ্রি শট খেলার জন্য পরিচিত। কিন্তু ওডিআই সিরিজে তাঁকে একেবারেই পরিচিত ছন্দে পাওয়া যায়নি। বিশেষ করে অজিদের বিরুদ্ধে টানা তিন ম্যাচে গোল্ডেন ডাক করার পর যখন তাঁকে নিয়ে তীব্র সমালোচনা চলছে, তখন সূর্য পাশে পেয়েছেন যুবরাজ সিং-কে।
যুবি মনে করেন যে, ২০২৩ অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপের দলে সূর্যকে প্রয়োজন হবে। উল্লেখ্য এর আগে কপিল দেব পর্যন্ত বলেছিলেন সূর্য কুমার অসাধারণ এক প্রতিভা। এমন প্রতিভা খুব বেশি আসে না। এমনকি ভিভ রিচার্ডস, ডিভিলিয়ার্সদের থেকে খুব একটা পিছিয়ে রাখেননি, সূর্যকে। এখন দেখার সূর্য কুমার বিশ্বকাপে নিজের পুরনো ছন্দে ফিরতে পারেন কিনা।