TRENDING:

দিওয়ালিতে যুবরাজ-হ্যাজেলের গোপন বাগদান

Last Updated:

সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। কিন্তু বিয়ে নিয়ে প্রশ্ন করলেই মুখে কুলুপ আঁটছিলেন যুবরাজ সিং। শেষ পর্যন্ত সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে প্রেমিকা হ্যাজেল কিচের সঙ্গে গোপনে বাগদান পর্ব সেরে ফেললেন যুবরাজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চণ্ডীগড়: সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। কিন্তু বিয়ে নিয়ে প্রশ্ন করলেই মুখে কুলুপ আঁটছিলেন যুবরাজ সিং। শেষ পর্যন্ত সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে প্রেমিকা হ্যাজেল কিচের সঙ্গে গোপনে বাগদান পর্ব সেরে ফেললেন যুবরাজ। খবরের সত্যতা স্বীকার করে সংবাদ মাধ্যমকে যুবরাজের মা শবনম জানালেন, ফেব্রুয়ারিতে গাঁটছড়া বাঁধতে চলেছেন ক্রিকেটার যুবরাজ সিং ও ব্রিটিশ মডেল অভিনেত্রী হ্যাজেল কিচ।
advertisement

ভারতীয় ক্রিকেটের অন্যতম ‘এলিজেবল ব্যাচেলার’ যুবরাজ সিং যে এভাবে চুপিসারে বাগদান সেরে ফেলবেন তা বোধ হয় কেউই ভাবেননি। একসময় যুবরাজের মন বাঁধা পড়েছিল অভিনেত্রী কিম শর্মার সঙ্গে। পরে দীপিকা পাড়ুকোনের সঙ্গেও নাম জড়িয়েছিল তাঁর। চঞ্চল ছেলের মন অবশেষে হ্যাজেলের কাছে এসে স্থিতু। হ্যাজেল বলিউডে লাইম লাইটে আসে সলমান খান-এর ‘বডিগার্ড’ ছবিতে অভিনয়ের মাধ্যমে। এছাড়া দক্ষিণী ছবিতে একটি আইটেম সং এবং ‘বিগ বস’-এর প্রতিযোগী হিসেবেও খ্যাতি কুড়োন।

advertisement

বিরাট-অনুষ্কার মতো জনসমক্ষে নিজেদের সম্পর্ককে স্বীকার না করলেও বেশ কয়েকবার যুবি-হ্যাজেলকে একসঙ্গে দেখা গিয়েছিল। এমনকী, হরভজন সিং-র বিয়েতেও একসঙ্গে আসেন তাঁরা। ‘বন্ধু, আমিও তোমার পথের পথিক’ বলে হরভজনকে ট্যুইট করেন যুবি। তখনই পাওয়া গিয়েছিল যুবরাজ সিং-এর সাতপাকে বাঁধা পড়ার আভাস। কিন্তু সংবাদমাধ্যম প্রশ্ন করলে তা উড়িয়ে দেন যুবি। দিওয়ালিতে যুবি ধামাকায় সবারই চমক লেগেছে। ইন্দোনেশিয়ায় ব্যক্তিগত পার্টিতে আংটি বদলের পর ২০১৬-র ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন যুবরাজ সিং ও হ্যাজেল কিচ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

প্রতিবেদন: এলিনা দত্ত

বাংলা খবর/ খবর/খেলা/
দিওয়ালিতে যুবরাজ-হ্যাজেলের গোপন বাগদান