ইউটিউবে একটি সাক্ষাৎকার দিতে গিয়েই এই দাবি করেছেন যুবরাজ৷ তাঁর দাবি অনুযায়ী, বিশ্বকাপ ফাইনালে তিনি, সুরেশ রায়না এবং ইউসুফ পাঠানের মধ্যে যে কোনও দু' জনকে প্রথম একাদশের জন্য বেছে নিতে হতো৷ সেখানে তাঁর সঙ্গে সেদিন রায়নাকে বেছে নিয়েছিলেন অধিনায়ক ধোনি৷ যুবির দাবি, অধিনায়কের পছন্দের ক্রিকেটার হওয়াতেই সেদিন সুযোগ পেয়েছিলেন রায়না৷
advertisement
যুবরাজ বলেন, 'সব অধিনায়কের কয়েকজন পছন্দের ক্রিকেটার থাকে৷ তবে মনে হয়েছিল, সেই সময় রায়না অধিনায়কের যথেষ্ট সমর্থন পেয়েছিল৷' তবে বিতর্ক উস্কে দিয়ে যুবরাজ বলেন, 'সেই সময় আমি যথেষ্ট ভাল ছন্দে ছিলাম, পাঠানও ভাল খেলছিল৷ কিন্তু রায়না সেই সময় খুব একটা ছন্দে ছিল না৷'
যুবরাজ মনে করিয়ে দেন, ২০১১ বিশ্বকাপের ভারতীয় দলে তিনি ছাড়া কোনও বাঁ হাতি স্পিনার ছিল না৷ তাছাড়া তিনি তখন উইকেটও পাচ্ছিলেন৷ ফলে টিম ম্যানেজমেন্টের সামনে তাঁকে দলে না নিয়ে উপায় ছিল না৷ কিন্তু অধিনায়কের সমর্থন থাকাতেই যে ছন্দে থাকা ইউসুফ পাঠানের বদলে সুরেশ রায়না ফাইনাল খেলার সুযোগ পেয়েছিলেন, তা স্পষ্ট করে দেন যুবরাজ৷
