আরও পড়ুন - Prithvi Shaw house : তরুণ তারকা পৃথ্বীর নতুন বাড়ির দাম শুনলে ঘুম উড়ে যাবে! জানেন কত?
অনেকেই বলে থাকেন, টি-টোয়েন্টির এই যুগে ক্রিকেট থেকে শিল্পবোধ উঠে গেছে। মাঠে দেখা যায় না শচীন-লারাদের শৈল্পিক ব্যাটিং কিংবা ওয়াসিম-ওয়াকারদের হাড় হিম করা সুইং। অর্থের ঝনঝনানিতে ক্রিকেট এখন চার-ছক্কানির্ভর খেলা। কোনোক্রমে বল সীমানার বাইরে পাঠাতে পারলেই হয়। ক্রিকেটে টাকার এমন রমরমা দেখে খেলাটির বাকি দুই ফরম্যাট নিয়ে বিপদের আশঙ্কা করছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং।
advertisement
সম্প্রতি এক টেলিভিশন শোতে যুবরাজ বলেছেন, টেস্ট ক্রিকেট ধ্বংস হয়ে যাচ্ছে। তরুণ প্রজন্ম টি-টোয়েন্টি ক্রিকেটের দিকে বেশি ঝুঁকে পড়ছে। কেউ যদি টি-টোয়েন্টি ক্রিকেট খেলে ৫০ লক্ষ রুপি আয় করতে পারে, তাহলে কেন সে পাঁচ লক্ষ রুপির জন্য পাঁচ দিনের ক্রিকেট খেলতে যাবে? আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা না থাকা ক্রিকেটাররাও আইপিএল থেকে ৭ থেকে ১০ কোটি টাকা পাচ্ছে।
তাই তারা সেদিকেই যাচ্ছে। শুধু টেস্ট নয়, ওয়ানডে ক্রিকেট থেকেও মানুষ ধীরে ধীরে উৎসাহ হারাচ্ছে বলে মনে করেন ২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটার যুবরাজ। তিনি বলেন, একটা টি-টোয়েন্টি ম্যাচ দেখার পর ৫০ ওভারের খেলা দেখলে মনে হয় যেন টেস্ট দেখছি। ওয়ানডে ক্রিকেটে এক ইনিংস শেষ হতে যা সময় লাগে তার চেয়ে কম সময়ে টি-টোয়েন্টির একটা ম্যাচ শেষ হয়ে যায়। তাই দর্শকরাও এখন টি-টোয়েন্টি দেখতেই বেশি পছন্দ করছে।