TRENDING:

‘ম্যারেজ পিচে’ যুবি-হ্যাজেল, গুরুদ্বারে নতুন ইনিংস শুরু

Last Updated:

যুবরাজের বিয়ে সম্পন্ন। আজ, বুধবার চণ্ডীগড়ে পঞ্জাবি রীতি মেনেই হ্যাজেল কিচকে বিয়ে করলেন ভারতীয় ক্রিকেটার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চণ্ডীগড়: যুবরাজের বিয়ে সম্পন্ন। আজ, বুধবার চণ্ডীগড়ে পঞ্জাবি রীতি মেনেই হ্যাজেল কিচকে বিয়ে করলেন ভারতীয় ক্রিকেটার। রাতে যুবির নতুন বাড়িতেই হবে ডিনার পার্টি।
advertisement

দোফেরা সাহিব। চণ্ডীগড় থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে এই গুরদ্বারে হ্যাজেল কিচের সঙ্গে নতুন ইনিংস শুরু করলেন যুবরাজ সিং। পারিবারিক সূত্রে জানানো হয়েছে, এই দোফেরা সাহিব থেকেই শুরু হয়েছিল যোগরাজ এবং শবনমের সংসার জীবন। বুধবার সকাল থেকেই সরগরম ছিল হোটেল ললিত। প্রথা মেনেই এখানেই গায়ে হলুদ হয় হ্যাজেলের। এরপর বেলায় হোটেলের সামনেই এসে হাজির হয় বরযাত্রী। সেখান থেকেই শহর থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে এই দোফেরা সাহিবে আসেন যুবরাজ এবং হ্যাজেল। জানা গিয়েছে, হিন্দু ও শিখ রীতি মেনেই সংসার জীবন শুরু করলেন দু’জনে।

advertisement

২ ডিসেম্বর যুবি-হ্যাজেলের বিয়ের প্রথম পার্টি। যে পার্টিতে হাজির থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ ভিভিআইপিরা। এই পার্টিতে যোগ দেবেন সচিন-সৌরভরা। মুম্বইয়ে টেস্ট খেলার আগে ওই দিন থাকবেন ভারতীয় ক্রিকেটাররা। ৪ তারিখ আরও একটি পার্টি আছে। যেটা হবে গোয়াতে।

বাংলা খবর/ খবর/খেলা/
‘ম্যারেজ পিচে’ যুবি-হ্যাজেল, গুরুদ্বারে নতুন ইনিংস শুরু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল