তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবার বহরমপুর লোকসভা কেন্দ্রে ইউসুফ পাঠানকে প্রার্থী করেছিল, লক্ষ্য ছিল দিল্লি দখলের। ইউসুফ পাঠানের আগেই জানিয়েছিলেন আমি আপনাদের ঘরের লোক, আমি বহরমপুরের লোক। ইউসুফ পাঠানের ঝড়ো ইনিংসে কুপোকাৎ হয়েছেন বিদায়ী সাংসদ অধীর চৌধুরী। কোনও বিধানসভা এলাকায় নজরকাড়া ফল করতে পারেনি অধীর চৌধুরী।
আরও পড়ুন – Shani Upay: রাত পোহালেই শনি জয়ন্তী, শনিদেবকে প্রসন্ন করতে করুন এই কাজ, হবে সব বিপদের তুফান পাড়
advertisement
তবে ইউসুফ পাঠান তিনি জানান, বহরমপুরে আগামী দিনে কর্মসংস্থানের জন্য শিল্পের দিকে নজর দিয়ে কল-কারখানা তৈরি হবে। বহরমপুরে তৈরি করা হবে স্পোর্টস কমপ্লেক্স। বহরমপুরে তিনি প্রায়ই আসবেন এবং মানুষের কাছে গিয়ে অভাব অভিযোগ শুনে সমস্ত কাজ করারও বার্তা দিয়েছেন ইউসুফ পাঠান।
তবে তার জয় নিয়ে শুধু ইউসুফ পাঠানের পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তার ছোটভাই ইরফান পাঠান ও আরও খুশি হয়েছেন বলেও জানিয়েছেন ইউসুফ।
Kaushik Adhikary