TRENDING:

ইউনিস খানের শতরানেও স্বস্তিতে নেই পাকিস্তান

Last Updated:

অস্ট্রেলিয়া: ৫৩৮/৮ ( ডিক্লেয়ার), পাকিস্তান: ২৭১/৮ ( ৯৫ ওভার)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অস্ট্রেলিয়া: ৫৩৮/৮ ( ডিক্লেয়ার)
advertisement

পাকিস্তান: ২৭১/৮ ( ৯৫ ওভার)

তৃতীয় দিনের শেষ পাকিস্তান পিছিয়ে ২৬৭ রানে ৷ হাতে রয়েছে ২ উইকেট

#সিডনি: গত দুটি টেস্টর মতো সিডনিতেও খুব একটা স্বস্তিতে নেই পাকিস্তান ৷ এই টেস্টে এখনও পর্যন্ত চার-চারটি শতরান দেখে ফেললেন দর্শকরা ৷ সেঞ্চুরি পেলেন পাকিস্তানের ইউনিস খানও (১৩৬ নট আউট) ৷ কিন্তু তিনি এবং ওপেনার আজহার আলি (৭১) বাদে রান পাননি কোনও পাক ব্যাটসম্যানই ৷ ন্যাথন লিয়ঁ-জশ হ্যাজলউডদের দাপটে ইতিমধ্যেই আট পাক ব্যাটসম্যান প্যাভিলিয়ানে ফিরে গিয়েছেন ৷ তৃতীয় দিনের শেষে বোর্ডে ২৭১ রানের বেশি অবশ্য তুলতে পারেনি পাকিস্তান ৷ অস্ট্রেলিয়ার হয়ে লিয়ঁ ৯৮ রানে ৩ উইকেট এবং ৫৩ রানে ২ উইকেট নিয়েছেন হ্যাজলউড ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আগেই সিরিজ জিতে ফেলা অস্ট্রেলিয়া পাকিস্তানের বিরুদ্ধে প্রথম দু’দিন অবশ্য একের পর এক ব্যাটিং নজির গড়তে সফল ৷ আগের দিন ওয়ার্নারের দুর্দান্ত পারফরম্যান্সের পর বুধবার অপর ওপেনার রেনশ, মি়ডলঅর্ডারে হ্যান্ডসকম্ব, দুই তরুণ অস্ট্রেলীয়র কেউ বহু পুরনো নজির ভাঙলেন, কেউ ছুঁলেন। ৫৩৮ রানে ক্যাঙারুরা ইনিংস ডিক্লেয়ার করার পর ব্যাট হাতে পাক ব্যাটসম্যানরা ব্যর্থই বলা চলে ৷ ঊজ্জ্বল শুধু  ইউনিস খান ৷ শুক্রবার চতুর্থ দিনে তাঁর ব্যাট কতক্ষণ চলে , সেটাই দেখার ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ইউনিস খানের শতরানেও স্বস্তিতে নেই পাকিস্তান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল