সম্প্রতি ধোনিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মশকরা করেছিলেন স্ত্রী সাক্ষী ৷ তাতে দেখা যাচ্ছে, একটি হোটেল থেকে চেক আউট করার সময় ক্রমাগত স্বামীর সঙ্গে ফ্লার্টিং করছেন তিনি ৷ মাহি ভাই সিঁড়ি দিয়ে নামছেন, আর নীচে দাঁড়িয়ে সাক্ষী তাঁকে উদ্দেশ্য করে সমানে বলেই যাচ্ছেন, ‘ও স্যুইটি...ও কিউটি... প্লিজ লুক অ্যাট মি ৷’ এখানেই শেষ নয়, পরের একটি ভিডিওতেও একই ভাবে স্বামীকে উত্যক্ত করেন সাক্ষী ৷ স্ত্রীর এমন কাণ্ড দেখে লজ্জা পেয়ে যান ক্যাপ্টেন কুল ৷ তৎক্ষণাৎ সাক্ষীর মন্তব্য, ‘আর ইউ ব্লাসিং?’ শেষ পর্যন্ত থাকতে না পেরে সাক্ষীর বান্ধবীদের ধোনি বলেন, ‘তোমরা ওঁকে এখান থেকে বের করে দিতে পারো না?’ সাক্ষীর এই ভিডিওটি ব্যাপক ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ৷ ধোনি-সাক্ষীর এই দুষ্টু মিষ্টি সম্পর্কের রসায়ন দেখে ভক্তরাও দারুণ মজা পেয়েছেন ৷
advertisement
এরপরেই সস্ত্রীক, সবান্ধবে কানহা জঙ্গলে ঘুরতে গিয়েছিলেন এম এস ধোনি ৷ সেখানে জঙ্গল সাফারির একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেন ধোনি ও সাক্ষী ৷ শুধু তাই নয়, রিসর্টের মধ্যেও ধোনির নানারকম ভিডিও করতে থাকেন সাক্ষী ৷ এই কাণ্ড দেখেই স্ত্রীকে ধোনি বলেন, ‘নিজের ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়ানোর জন্যই তুমি এসব করছ ৷’ এর উত্তরে সাক্ষী বলেন, ‘তোমার সমস্ত ভক্তরা আমাকেও খুব ভালবাসে ৷’