TRENDING:

'আমি অধিনায়ক হতে চাই...'! গিল অধিনায়ক হতেই বড় মন্তব্য ভারতীয় ক্রিকেটারের!

Last Updated:

Yashasvi Jaiswal Set His Next Target Young Indian Cricketer Want To Be A Captain: ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা যশস্বী জয়সওয়াল বর্তমানে কেবল ব্যাট হাতে নয়, মানসিক ও শারীরিকভাবে নিজেকে আরও পরিণত করে তুলতে মনোনিবেশ করছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা যশস্বী জয়সওয়াল বর্তমানে কেবল ব্যাট হাতে নয়, মানসিক ও শারীরিকভাবে নিজেকে আরও পরিণত করে তুলতে মনোনিবেশ করছেন। অস্ট্রেলিয়া সফরের জন্য ওয়ানডে দলে জায়গা পাওয়ার পর, ২৩ বছর বয়সী এই ওপেনার জানিয়েছেন যে তিনি ভবিষ্যতে দলের নেতৃত্ব দিতে চান। তার সাম্প্রতিক মন্তব্যগুলোতে স্পষ্ট যে তিনি শুধুমাত্র একজন ভালো ব্যাটসম্যান হিসেবেই নয়, একজন নেতা হিসেবেও নিজেকে গড়তে চান।
News18
News18
advertisement

একটি পডকাস্টে এক খোলামেলা আলোচনায় যশস্বী জানিয়েছেন, তিনি নিজের ফিটনেস এবং স্কিল নিয়ে এখন অনেক বেশি সচেতন। “আমি আমার শরীর সম্পর্কে জানতে শিখছি এবং প্রতিদিন নিজেকে আরও ভালো করে তুলতে চাই,”— বলে উল্লেখ করেন তিনি। তার মতে, একজন খেলোয়াড়ের টিকে থাকার জন্য কেবল পারফরম্যান্স নয়, ফিটনেস এবং মানসিক দৃঢ়তাও সমান গুরুত্বপূর্ণ।

advertisement

যশস্বী আরও বলেন, প্রতিদিন তার মূল লক্ষ্য নিজেকে একজন নেতা হিসেবে গড়ে তোলা। তিনি স্বপ্ন দেখেন একদিন ভারতের অধিনায়ক হওয়ার। এই উচ্চাকাঙ্ক্ষা থেকেই তিনি নিজের চরিত্র এবং নেতৃত্বগুণ বিকাশে মনোনিবেশ করছেন। এটি প্রমাণ করে যে তিনি শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও দায়িত্ব নিতে প্রস্তুত।

advertisement

ভারতীয় ক্রিকেট দল বর্তমানে নেতৃত্বের ক্ষেত্রে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। শুভমান গিলের মতো তরুণদের নেতৃত্বে আনার মাধ্যমে বোর্ড ভবিষ্যতের পরিকল্পনায় জোর দিচ্ছে। টেস্টের পর একদিনের ক্রিকেটেও গিলকে নেতা বেছেছে বোর্ড। গিলের অধিনায়কত্বে অভিষেক অনেক তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করেছে, যার মধ্যে যশস্বী অন্যতম।

আরও পড়ুনঃ Rohit Sharma: রোহিতকে কেন সরানো হল অধিনায়কত্ব থেকে? ক্ষোভ উগড়ে দিলেন ২ ভারতীয় ক্রিকেটার!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

যশস্বীর ধারাবাহিক পারফরম্যান্স এবং ভবিষ্যতের প্রতি দৃষ্টিভঙ্গি তাকে ভারতের অন্যতম সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে তুলে ধরেছে। অস্ট্রেলিয়া সফরের দলে থাকলেও হয়তো তিনি প্রথম একাদশে জায়গা পাবেন না। তবুও, তার মনোভাব এবং প্রস্তুতি প্রমাণ করে যে তিনি দীর্ঘ পথের জন্য প্রস্তুত একজন ক্রিকেট যোদ্ধা।

বাংলা খবর/ খবর/খেলা/
'আমি অধিনায়ক হতে চাই...'! গিল অধিনায়ক হতেই বড় মন্তব্য ভারতীয় ক্রিকেটারের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল