সম্প্রতি ভারত সফরে এসে টেস্ট সিরিজ হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। সেই সিরিজের ফল হয়েছিল ২-১। ভারতীয় উইকেটে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার স্পিনের ভেলকি একপ্রকার রাতের ঘুম কেড়ে নিয়েছিল অজি ব্যাটারদের। এবা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ওভালে ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে বল টার্ন করার আশঙ্কা করছেন স্টিভ স্মিথ। তাই অশ্বিন-জাদেজা জুটির থেকে দলকে সাবধান করে দিয়েছেম স্মিথ।
advertisement
ওভালের উইকেট বরাবর ব্যাটিং সহায়ক হয়ে থাকে। তবে পেসারদের জন্য পেস ও বাউন্স থাকে উইকেটে। ম্যাচের বয়স বাড়ার সঙ্গে ওভালে বল স্পিন করবে বলেও মনে করছেন স্টিভ স্মিথ। তিনি বলেছেন,ওভালে ম্যাচের সময় বাড়ার সঙ্গে ওভালে কখনও বল ঘুরতেও পারে। তাই ভারতে খেলতে গিয়ে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে যে সমস্যায় আমরা পড়েছিলাম তার পুনরাবৃত্তি হওয়া অসম্ভব নয়।’’ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেই কথা জানিয়েছেন স্মিথ।
প্রসঙ্গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য জোর কদমে অনুশীলন করছ ভারতীয় দলও। আইপিএল শেষেই এই ফাইনাল হওয়ায় ক্রিকেটার বাড়তি ঘাম ঝরাচ্ছেন বিদেশের উইকেটে লাল বলের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার জন্য গতবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে উঠে ট্রফি হাতছাড়া হয়েছিল ভারতের। দ্বিতীয় সুযোগে সেই আক্ষেপ মিটিয়ে নিতে বদ্ধপরিকর রোহিত শর্মা, বিরাট কোহলিরা।