ভারত প্রধানত টেস্ট ম্যাচ খেলে এসজি টেস্ট বলে। অপরদিকে, অস্ট্রেলিয়া লাল বলের ক্রিকেট খেলে অভ্যস্ত কুকাবুরা বলে। ফলে ডিউক বলে খুব একটা সরগর নয় ফাইনালে প্রতিপক্ষ দুই দলই। আর ডিউক বলে এসজি টেস্ট বা কুকাবুরার থেকে বাউন্স ও মুভমেন্ট অনেক বেশি। যা ইংল্যান্ডের উইকেটে ভয়ঙ্কর হতে পারে। তবে এসজি টেস্ট বলে যে রিভার্স সুইং হয়, ডিউক বলে সেই রিভার্স সুইং ততটা হয় না।
advertisement
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোটের কারণে নেই জসপ্রীত বুমরাহ। ফলে ভারতীয় দলের পেস অ্যাটাককে মূলত নেতৃত্ব দেবেন মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। দুজনেই সদ্য আইপিএলে দুরন্ত ফর্মে বল করেছেন। শামি তো প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারী। ফল ডিউক বলের সুবিধা যদি এই দুই বোলার তুলতে পারে তাহলে তো কথাই নেই। তবে ডিউক বলে শামি ও সিরাজ ভালো পারফর্ম না করতে পারলে ভারতের সমস্যা বাড়বে।
অপরদিকে, ডিউক বলে অস্ট্রেলিয়ার না খেললেও ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পিচের পরিস্থিতি ও আবহাওয়া অনেকটা একই। ফলে পরিস্থিতির সঙ্গে তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে অজি পেস অ্যাটাক। এছাডডা প্যাটি কামিন্স, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, স্কট বোল্যান্ড, মিচেল মার্শ, ক্যামেরন গ্রিন একাধিক পেস অপশন রয়েছে অজিদের কাছে। ফলে ডিউক বলে খেলা হলে অস্ট্রেলিয়া দলের সুবিধা বেশি বলে মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।