অভিযুক্ত কুস্তিকর্তার উত্তরপ্রদেশের বাড়িতে ১২ জনকে জিজ্ঞাসাবাদ করে তারা। দীর্ঘ দিন ধরেই ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ করছেন কুস্তিগিরেরা। সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা এফআইআর করেছিলেন।
মঙ্গলবার রাত ১২টা ৪৭ মিনিটে টুইট করেন অনুরাগ। বুধবার মধ্যরাতের পর অনুরাগ টুইট করে লেখেন, কুস্তিগিরদের সমস্যা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক সরকার।
সে কারণে আলোচনার জন্যে কুস্তিগিরদের কাছে আবার আমন্ত্রণ পাঠিয়েছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কুস্তিগিরেরা দেখা করেছিলেন শনিবার। তার চার দিন পরে আবার সরকারের তরফে আগ্রহ দেখা গেল।অলিম্পিক্সের দুই পদকজয়ী বজরং পুনিয়া, সাক্ষী মালিক এবং বেশ কয়েক জন কোচ বৈঠকে হাজির ছিলেন।
পরে সাক্ষী জানিয়েছিলেন, সাধারণ কথাবার্তা হয়েছে তাঁদের মধ্যে। কুস্তিকর্তা ব্রিজভূষণ সিংহকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা। এবার অনুরাগ ঠাকুর এই কথা দেওয়ার পর সব ঠিকঠাক এগোয় কিনা সেটার উত্তর দিবে সময়।