TRENDING:

Wrestler Protest: ‘যা দেখলাম অস্থির করেছে’ কুস্তিগীরদের পাশে দাঁড়াল ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ক্রিকেটাররা

Last Updated:

Wrestler Protest: বিশ্বমঞ্চে সম্মান এনে দেওয়া এই প্রতিবাদীদের পাশে এসে দাঁড়ালেন ১৯৮৩-বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা৷ আজ বিক্ষোভরত কুস্তিগীরদের প্রতি সমর্থণ দেখিয়ে একটি বিবৃতি জারি করেছেন তাঁরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: দীর্ঘদিন ধরেই যন্তরমন্তরে প্রতিবাদ চালাচ্ছেন ভারতের পদকজয়ী কুস্তিগীররা৷ বিভিন্ন স্তর থেকে তাঁরা সমর্থণ পাচ্ছিলেন৷ দেশকে বিশ্বমঞ্চে সম্মান এনে দেওয়া এই প্রতিবাদীদের পাশে এসে দাঁড়ালেন ১৯৮৩-বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা৷ আজ বিক্ষোভরত কুস্তিগীরদের প্রতি সমর্থণ দেখিয়ে একটি বিবৃতি জারি করেছেন তাঁরা৷
কুস্তিগীরদের বিক্ষোভে পাশে দাঁড়ালেন ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটাররা
কুস্তিগীরদের বিক্ষোভে পাশে দাঁড়ালেন ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটাররা
advertisement

বিশ্বসেরা এই অ্যাথলিটদের কাছে ভয়ানক কিছু সিদ্ধান্ত না নেওয়ার আবেদন করেছেন তাঁরা৷ এই বিবৃতিতে মত রয়েছে বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিল দেব, বিশ্ববন্দিত সুনীল গাভাসকরের৷

সাক্ষী মালিক, বজরং পুনিয়া, ভিনেশ ফোগট বিদ্রোহী কুস্তিগীরদের এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন৷ এঁরা সকলেই দাবি করেছেন ডাব্লু এফআই -র প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেফতারির জন্য৷ এর আগে ৩০ তারিখ হরিদ্বারের গঙ্গায় নিজেদের পদক ভাসিয়ে দেওয়ার কথাও জানিয়েছিলেন তাঁরা৷

আরও দেখুন

advertisement

দিল্লি পুলিশ আইন ভাঙার অভিযোগে ২৮ মে প্রকাশ্য রাস্তায় এই সব পদকজয়ীদের সঙ্গে ধস্তাধস্ত্বিতে জড়িয়ে পড়ে৷ তাঁরা নাকি অনুমতি ছাড়া পার্লামেন্টের দিকে মিছিল নিয়ে যাচ্ছিলেন এই ছিল পুলিশের দাবি৷ এমনকি তাঁরা আর যন্তর মন্তরে নিজেদের বিক্ষোভস্থলে ফিরতে পারবে না এটাও জানানো হয়েছিল দিল্লি পুলিশের পক্ষ থেকে৷ কিন্তু প্রকাশ্য রাস্তায় যেভাবে পদকজয়ীদের সঙ্গে ব্যবহার করা হয়েছিল তা দেখে খুবই কষ্টে ও অস্থিরতায় রয়েছেন ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এদিকে এত ঘটনার পর শুক্রবারই প্রথম কুস্তিগীরদের বিক্ষোভ নিয়ে মুখ খোলেন বিজেপির এক সাংসদ৷ রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান এবং বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে ক্রমবর্ধমান বিক্ষোভ চলছেই৷ দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভরত কুস্তিগীরদের পাশে দাঁড়াচ্ছে দেশের নানা মহল৷ তবুও এই বিষয় নিয়ে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি কার্যত নীরব৷ এই অবস্থায় বিজেপির মহারাষ্ট্রের সাংসদ প্রীতম মুন্ডে  বলেছেন, ‘‘যে কোনও মহিলার করা অভিযোগকে বিবেচনা করা উচিত।’’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Wrestler Protest: ‘যা দেখলাম অস্থির করেছে’ কুস্তিগীরদের পাশে দাঁড়াল ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ক্রিকেটাররা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল