সেই মুহূর্তের আনন্দঘন অবস্থায় ভিডিও শেয়ার করেছে আরসিবি। তারপর যা হল ভাইরাল ভিডিও ৷
এছাড়াও একাধিক ট্যুইটার হ্যান্ডেল থেকে শেয়ার হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগের ক্রিকেটার নিলাম৷
প্রথম বিড ছিল টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানার জন্য, তাঁর বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। একাধিক ফ্রাঞ্চাইজি স্মৃতির জন্য বিড করে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অর্থাৎ আরসিবি তাঁঁকে ৩.৪০ কোটি টাকায় কিনেছে। টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা একসঙ্গে বসে নিলাম দেখছিলেন দক্ষিণ আফ্রিকায়। একদিন আগেই ভারতীয় মহিলা দল পাকিস্তান মহিলা দলকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করেছে৷ যখন ফ্র্যাঞ্চাইজিরা মন্ধানার জন্য বিড করছিল, তখন দলের বাকিরা স্মৃতিকে ঘিরে ছিলেন৷ পাশাপাশি সকলেই আনন্দে ফেটে পড়েন স্মৃতি নিলামে বড় দামে বিক্রি হয়ে যাওয়ার পরে৷
উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম আসরে পাঁচটি দল অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে মুম্বই, আহমেদাবাদ, লখনউ, দিল্লি এবং বেঙ্গালুরুর দল। নিলামে ৪০৯ জন খেলোয়াড়ের জন্য বিড হচ্ছে, ২০০ জনেরও বেশি খেলোয়াড় ভারতীয়। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের খেলোয়াড়ের সংখ্যা বিদেশি পুলে সবচেয়ে বেশি।
