ওপেনিং সেরেমনির সূচনা করেন ২০২১ সালের মিস ইউনিভার্স হারনাজ কৌর সন্ধু। তিনি নারী ক্ষমতায়ন নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন এবং সমাজে নারীদের এগিয়ে যেতে সহায়তা করার আহ্বান জানান। হারনাজ বলেন, নারীদের স্বপ্ন পূরণে সুযোগ করে দেওয়াই প্রকৃত উন্নতির চাবিকাঠি। তাঁর বক্তব্যে দর্শকরা উৎসাহিত ও আবেগাপ্লুত হয়ে ওঠেন।
এরপর মঞ্চ মাতান বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। তাঁর প্রাণবন্ত নাচ ও স্টেজ প্রেজেন্স দর্শকদের মুগ্ধ করে। জনপ্রিয় গান ‘লাল পরি, লাল পরি’-তে তাঁর পারফরম্যান্সে স্টেডিয়ামজুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। একই সঙ্গে র্যাপার হানি সিং তাঁর হিট গানে দর্শকদের অন্য জগতে নিয়ে যান। আনন্দ উপভোগ করেন আট থেকে আশি সকলেই।
advertisement
আরও পড়ুনঃ IND vs NZ: দলে একসঙ্গে ৩ অলরাউন্ডার! কারা বাদের তালিকায়? প্রথম ওডিআইতে ভারতীয় দলে মেগা চমক!
ওপেনিং সেরেমনির পর শুরু হচ্ছে টুর্নামেন্টের প্রথম ম্যাচ। মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে এই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছেন হরমনপ্রীত কৌর ও স্মৃতি মন্ধানার নেতৃত্বাধীন দুই শক্তিশালী দল। রিচা ঘোষ, রাধা যাদব, পূজা ভাস্ত্রাকার ও শ্রেয়াঙ্কা পাটিলের মতো তারকা ক্রিকেটারদের পারফরম্যান্সের দিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।
