এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সরাসরি ফাইনালের জন্য কোয়ালিফাই করেছে। মুম্বইয়ের হয়ে রান তাড়া করতে গিয়ে হরমনপ্রীত কৌর ৪৮ বলে ৮টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে অপরাজিত ৮২ রান করেন, কিন্তু তাঁর ইনিংস দলকে জয় এনে দিতে পারেনি।
advertisement
যদিও হারের পরেও মুম্বইয়ের প্লে-অফে জায়গা পাওয়ার সুযোগ রয়েছে। মুম্বই তাদের সবকটি লিগ ম্যাচ খেলে ফেলেছে। এখন দলটিকে টুর্নামেন্টের শেষ লিগ ম্যাচের উপর নির্ভর করতে হবে, যা ১ ফেব্রুয়ারি, রবিবার দিল্লি ক্যাপিটালস এবং ইউপি ওয়ারিয়র্সের মধ্যে খেলা হবে।
আরও পড়ুন: খাওয়াদাওয়ায় নিয়ন্ত্রণ আনলেই পাইলস-এর থেকে রেহাই মেলে, জানুন ডাক্তারের জরুরি টিপস
মুম্বই তাদের আশা বাঁচিয়ে রাখার জন্য চাইবে যে, ইউপি ওয়ারিয়র্স দল দিল্লি ক্যাপিটালসকে যেন হারিয়ে দেয়। রান তাড়া করতে নেমে মুম্বই দল ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৬ রান করতে সক্ষম হয়। দলের হয়ে অধিনায়ক হরমনপ্রীত কৌর সবথেকে বড় ইনিংস খেলেন। হরমনপ্রীত ছাড়া দলের অন্য কোনো ব্যাটার ৩০ রানের গণ্ডি পার করতে পারেননি। শুধু অধিনায়ককে বাদ দিয়ে বাকি সব ব্যাটারদের ব্যর্থতা দলের হারের প্রধান কারণ হয়।
