হরমনপ্রীত কউরের অনুপস্থিতিতে মুম্বইকে নেতৃত্ব দেন ন্যাট স্কিভার ব্রান্ট। ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বই। ম্যাচের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে আরসিবি। টপ অর্ডারে স্মৃতি মন্ধনা, সোফি ডিভাইন, সবনইনি মেঘনা, রিচা ঘোষরা রান না পাওয়া চাপ বাড়ে আরসিবির উপর। কঠিন সময় দলের কিছুটা হাল ধরেন এলিস পেরি ও জর্জিয়া ওয়ারহ্যাম। পেরি ৪৪ ও ওয়ারহ্যাম ২৭ রান করে। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩১ রান করে আরসিবি। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন ন্যাট স্কিভার ব্রান্ট ও পুজা বস্ত্রাকর।
advertisement
রান তাড়া করতে ওপেনিং জুটিতে ঝোড়ো ইনিংস খেলেন যস্তিকা ভাটিয়া। তাকে সঙ্গ দেন হেইবি ম্যাথিউজ। ৪ ওভারে ৪৫ রানের পার্টনারশিপ করেন তারা। ১৫ বলে ৩১ রান করে আউট হন যস্তিকা ভাটিয়া। এরপর ম্যাথিউজের সঙ্গে স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যান এই ম্যাচে অধিনায়ক ন্যাট স্কিভার ব্রান্ট। ৬৯ রানে দ্বিতীয় উইকেট পড়ে মুম্বইয়ের। ২১ বলে ২৬ রান করে আউট হন হেইলি ম্যাথিউজ।
আরও পড়ুনঃ IPL 2024: বলুন তো,আইপিএলের সব মরশুম যোগ করে সবথেকে বেশি টাকা কে পেয়েছে? রইল প্রথম পাঁচের তালিকা
এরপর একদিকে থেকে মারকাটারি ব্যাটিং করেন অ্যামেলিআ কের। তাঁকে ঠান্ডা মাথায় সঙ্গ দেন ব্রান্ট। দুজন মিলে জুটিতে ৪৯ রান যোগ করেন ও দলের জয় নিশ্চিত করেন। ১১৮ রানে তৃতীয় উইকেট পড়ে। ২৫ বলে ২৭ করে আউট হন ব্রান্ট। শেষে অ্যামেলিয়া কের ও পুজা বস্ত্রাকর মিলে দলকে জয়ের লক্ষ্যে পৌছে দেন। অ্যামেলিয়া কের ২৪ বেল ৪০ রান ও পুজা ৬ বলে ৮ রান করে অপরাজিত থাকেন। ১৫.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ম্যাচে জেতে মুম্বই ইন্ডিয়ান্স।