TRENDING:

WPL 2024: শেফালির বিধ্বংসী ব্যাটিং, বিফলে স্মৃতির লড়াই, আরসিবিকে হারিয়ে শীর্ষে দিল্লি

Last Updated:

WPL 2024 DC vs RCB: বৃহস্পতিবার টানটান ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে এক নম্বরে উঠে এল দিল্লি ক্যাপিটালস। স্মৃতি মন্ধনার লড়াকু ইনিংসকে ব্যর্থ করে ২৫ রানে মেগ ল্যানিংয়ের দিল্লি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জমে উঠেছে উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৪-এর গ্রুপ পর্বের খেলা। প্রথম ৩ স্থানে থাকা দলের মধ্যে চলছে হাড্ডা লড়াই। কার্যত প্রতি ম্যাচে বদল হচ্ছে লিগ টেবিলের শীর্ষ স্থান। বৃহস্পতিবার টানটান ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে এক নম্বরে উঠে এল দিল্লি ক্যাপিটালস। স্মৃতি মন্ধনার লড়াকু ইনিংসকে ব্যর্থ করে ২৫ রানে মেগ ল্যানিংয়ের দিল্লি।
advertisement

ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি। ইনিংসে শুরু থেকেই মারকাটারি ব্যাটিং করেন দিল্লি ওপেনার শেফালি ভার্মা। তবে রান পাননি মেগ ল্যানিং। ১১ রান করেন তিনি। তবে অপরদিকে ঝড়ো ইনিংস খেলে ৩০ বলে হাফ সেঞ্চুরি করেন শেফালি ভার্মা। তাকে যোগ্য সঙ্গ দেন অ্যালিস ক্যাপসে। অর্ধশতরান করার পর শেফালি আউট হলেও দতগত ব্যাটিং করে বড় স্কোর করে দিল্লি।

advertisement

৩৩ বলে ৪৬ রানের ইনিংস খেলেন ক্যাপসে। শেষর দিকে বিধ্বংসী ইনিংস খেলেন মারিজানে কাপ ও জেস জোনাসেন। ১৬ বলে ৩২ করেন কাপ ও জোনাসেন করেন ১৬ বলে ৩৬। শেষের দিকে ৪ বলে ১০ রান করেন অরুন্ধতি রেড্ডি। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান করে দিল্লি ক্যাপিটালস।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করে আরসিবি। ওপেনিং জুটিকতে ৭৭ রানের পার্টনারশিপ করেন স্মৃতি মন্ধনা ও সোফি ডিভাইন। ডিভাইন ২৩ রান করে আউট হলেও নিজের ইনিংস চালিয়ে যান স্মৃতি মন্ধনা। হাফ সেঞ্চুরিও পূরণ করেন আরসিবি অধিনায়ক। ৪৩ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন স্মৃতি মন্ধনা। সেই সময় আরসিবির স্কোর ১২ ওভারে ১১২ রানে ২ উইকেট।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

স্মৃতি মন্ধা আউট হওয়ার পর এক দিক থেকে সাবেইি মেঘনা টিকে থাকলেও অপরদিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে আরসিবি। মেঘনা ৩৩ রান করে রান আউট হন। তারপর রিচা ঘোষের ১৯ রানের ইনিংস ছাড়া কোনও আরসিবি ব্যাটার ১০ রানের গণ্ডি করতে পারেনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান করে আরসিবি। ২৫ রানে ম্যাচ জেতে দিল্লি।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
WPL 2024: শেফালির বিধ্বংসী ব্যাটিং, বিফলে স্মৃতির লড়াই, আরসিবিকে হারিয়ে শীর্ষে দিল্লি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল