সন্ধে ৬.২৫ মিনিট থেকে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। দর্শক ঠাসা ডিওয়ার প্যাটেল স্টেডিয়াম সাক্ষী থাকল সেই অনুষ্ঠানের। পূর্ব ঘোষণা অনুযায়ী ডান্স পারফরম্যান্সের মাধ্যমে মঞ্চ মাতান দুই বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি এবং কৃতি শ্যানন। তাদের নাচের সঙ্গে তাল মেলায় গোটা স্টেডিয়াম। এর সুরের জাদুতে সকলকে মোহিত করেন ‘ব্রাউন মুন্ডে’ খ্যাত ইন্ডো-কানাডিয়ান পপ-গায়ক এপি ধিঁলো। তার পপ গান এককথায় অনবদ্য ছিল।
advertisement
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইমেন্স প্রিমিয়ার লিগের ৫ দলের অধিনায়ক। বিসিসিআই সচিব জয় শাহ ও ৫ অধিনায়কের উপস্থিতিতে ট্রফি উন্মোচন করা হয়। এছাড়া উপস্থিত ছিলেন দেশের প্রাক্তন ক্রিকেটাররা। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রথম দিনের ম্যাচের সময় ৭.৩০ মিনিটের পরিবর্তে ৮টা করা হয়। এমন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে খুশি ক্রিকেট থেকে বিনোদন জগতের তারকারা।
প্রসঙ্গত, উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স। দ্বিতীয় দিনেই থাকছে ডাবল হেডার। দুপুর ৩.৩০-এর ম্যাচে মুখোমুখি হবে ব়য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটালস। তারপর রাতের ম্যাচে ৭.৩০-এ মুখোমুখি হবে ইউপি ওয়ারিয়র্স এবং গুজরাট জায়ান্টস। এইভাবে কবে, কখন, কোথায় কোন ম্যাচ খেলা হবে তার বিস্তারিত সূচি নীচে দেওয়া হল।
আরও পড়ুনঃ শরীরে নেই সুতো টুকুও, নেট দুনিয়ায় ঝড় তুললেন 'বিশ্বকাপের প্রেমিকা' ইভানার ফটোশুট
বিসিসিআইয়ের তরফ থেকে আগেই জানানো হয়েছিব উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম মরসুম পুরোটাই হবে মুম্বইয়ে। ডিওয়াই পাটিল স্টেডিয়াম এবং ব্র্যাবোর্ন স্টেডিয়ামে আয়োজন করা হবে সব ম্যাচ। ডিওয়াই পাটিল এবং ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ১১টি করে ম্যাচ খেলার হবে। মেয়েদের আইপিএলে মোট ২০টি গ্রুপ পর্বের ম্যাচ, ২টি প্লে অফ ও ফাইনাল থাকছে। ২৬শে মার্চ ব্রেবোন স্টেডিয়ামে হবে মেগা ফাইনাল।