TRENDING:

WPL 2023: টস জিতলেন আরসিবি অধিনায়ক স্মৃতি মন্ধনা, দিল্লি ক্যাপিটালসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ

Last Updated:

WPL 2023: উইমেন্স প্রিমিয়ার লিগে আজ প্রথম সুপার সানডে। প্রথম ডবল হেডার। মুখোমুখি মহিলা আইপিএলের দুই হেভিওয়েট দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম ডবল হেডার। প্রথম ম্যাচে মুখোমুখি রয়্যাস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস। আরসিবির দলের নেতৃত্বে দিচ্ছেন ভারতীয় দলের তারকা ওপেনার স্মৃতি মন্ধনা। অপরদিকে দিল্লির দলের নেতৃত্বে রয়েছে অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী দলের অধিনায়ক মেগ ল্যানিং। দুই দলেরই প্রথম ম্যাচ এটি। জয় দিয়ে মরসুম শুরু করাই লক্ষ্য রয়্যাস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালসের।
উইমেন্স প্রিমিয়ার লিগ
উইমেন্স প্রিমিয়ার লিগ
advertisement

প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় ম্যাচে টস ভাগ্য সাথ দিল আরসিবি অধিনায়কের। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মন্ধনা। দুপুরের খেলা, শিশির সমস্যা নেই, ফ্রেস উইকেটে পেসাররা যাতে কিছুটা সুবিধা পায় সেই কারণেই টস জিতে ফিল্ডিং করা সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মন্ধনা। টস হারলেও তা নিয়ে খুব একটা ভাবতে নারাজ বলে জানান মেগ ল্যানিং। বড় স্কোর করে প্রতিপক্ষকে চাপে রাখাই লক্ষ্য রাজধানীর দলের।

advertisement

মুম্বইয়ের ব্রাবোন স্টেডিয়ামে হচ্চে আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। পিচে ব্যাটারদের জন্য সাহায্য রয়েছে। তবে স্পিনাররাও খানিক সাহায্য আশা করতে পারেন। এর আগে মেয়েদের যে ১০টি টি-২০ ম্যাচ এই মাঠে হয়েছে সেখানে ৫টি ম্যাচে প্রথমে ব্যাট করা দল জয় পেয়েছে। ৫ ম্যাচে জয় এসেছে রান তাড়া করে। প্রথম ইনিংসের গড় স্কোর থাকে ১৬৫। দ্বিতীয় ইনিংসে তা কমে দাঁড়ায় ১৪৯-তে। দুপুরে ম্যাচ হওয়ায় শিশিরের বড় ফ্যাক্টর হয়ে ওঠার সম্ভাবনা কম।

advertisement

আরসিবির একাদশ: স্মৃতি মিন্ধানা (অধিনায়ক), সোফি ডিভাইন, এলিস পেরি, হেদার নাইট, রিচা ঘোষ (উইকেটকিপার), দিশা কাশাত, প্রীতি বোস, কণিকা আহুজা, সোভানা আশা, মেগান স্কাট, রেণুকা সিং ঠাকুর।

আরও পড়ুনঃ হার মানল ছেলেদের আইপিএলও, প্রথম ম্যাচেই একাধিক রেকর্ড গড়ল মুম্বই ইন্ডিয়ান্স

দিল্লি ক্যাপিটালসের একাদশ: শেফালি ভার্মা, অ্যালিস ক্যাপসে, জেমাইমা রড্রিগেজ, মেগ ল্যানিং (অধিনায়ক), মারিজ্যান কাপ, জেস জোনাসেন, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), অরুন্ধুতি রেড্ডি, শিখা পাণ্ডে, রাধা যাদব, তারা নরিস।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
WPL 2023: টস জিতলেন আরসিবি অধিনায়ক স্মৃতি মন্ধনা, দিল্লি ক্যাপিটালসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল