দুই দলের শক্তি ও দুর্বলতা: প্রথম ম্যাচে গুজরাটের বিরুদ্ধ ব্যাটে বলে দুরন্ত পারফর্ম করেছে মুম্বই। আত্মবিশ্বাস শিখরে রয়েছে হরমনপ্রীতের দলের। ব্যাটিংয়ে অধিনায়কের বিধ্বংসী ফর্মের পাশাপাশি ছন্দে রয়েছে অ্যামেলিয়া কের, হেইলি ম্যাথিউজ, ন্যাট স্কিভাররা। বোলিংয়েও সাইকা ঈশাক, ন্যাট স্কিভার, অ্যামেলিয়া, কের, ইসি ওঙ্গ, পুজা বস্ত্রকররা দারুণ পারফর্ম করেছে। অপরদিকে, তারকা খোচিত দল গড়লেও প্রথম ম্যাচে যেন সেই পুরুষদের দলের পুনরাবৃত্তি। মুম্বইয়ের বিরুদ্ধে ঘুড়ে দাঁড়ানোর লড়াই আরসিবির। ব্যাটিং-বোলিং কোনও বিভাগকেই প্রথম ম্যাচে ছন্দে পাওয়া যায়নি। দ্বিতীয় ম্যাচে সেরাটা দিয়ে জয়ে ফিরতে মুখিয়ে রয়েছে স্মৃতি মন্ধনা, এলিস পেরি, রিচা ঘোষ, হেদার নাইট, মেগান স্কাটরা।
advertisement
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ: হেইলি ম্যাথিউজ, যস্তিকা ভাটিয়া, ন্যাট স্কিভার ব্রান্ট, হরমনপ্রীত কউর (অধিনায়ক), এমিলয়া কের, পুজা বস্ত্রকর, ইসাবেল ওঙ্গ, হুমারিয়া কাজি, আমানজ্যোত কউর, জিনতিমানি কালিতা, সাইকা ঈশাক।
আরসিবির সম্ভাব্য একাদশ: স্মৃতি মিন্ধানা (অধিনায়ক), সোফি ডিভাইন, এলিস পেরি, হেদার নাইট, রিচা ঘোষ (উইকেটকিপার), দিশা কাশাত, কণিকা আহুজা, সোভানা আশা, পুণম খেমনার, মেগান স্কাট, রেণুকা সিং ঠাকুর।
পিচ রিপোর্ট: মুম্বইয়ের ব্রাবোন স্টেডিয়ামে হবে উইমেন্স প্রিমিয়ার লিগের মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ। এখানকার পিচ ব্যাটারদের জন্য খুবই সহায়ক। তবে স্পিনাররা কিছুটা সুবিধা পেতে পারে। আরও একটি হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি। শিশি সমস্যা থাকলেও প্রথম দুটি রাতের ম্যাচে তা একটা খুব একটা প্রভাব ফেলেনি। টস জিতে ব্যাটিং করতেই পছন্দ করবেন দুই অধিনায়ক।
আরও পড়ুন: মেসিকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন এমবাপে, কী বললেন ফরাসী তারকা, হতবাক বিশ্ব
কোথায় দেখবেন ম্যাচ: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ চ্যানেলে। মোবাইলে মেয়েদের আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপে।