মহিলা আইপিএলের প্রথম ম্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। প্রথম ম্যাচে টস ভাগ্য সাথ দিল না হরমনপ্রীত কউরের। টস জিতলেন গুজরাট জায়ান্টসের অধিনায়কর বেথ মুনি। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন গুজরাট অধিনায়ক। পিচে ঘাস থাকায় ও পিচ শিশিরের কারণে রাতের দিকে বেশি ব্যাটিং সহায়ক হওয়ায় বোলিং করার সিদ্ধান্ত বলে জানান বেথ মুনি। টস হারলেও আত্মবিশ্বাসী হরমনপ্রীত কউর। প্রথমে ব্যাট করে বড় রান করে প্রতিপক্ষকে চাপে রাখাই লক্ষ্য বলে জানান মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক।
advertisement
মুম্বই ইন্ডিয়ান্সের একাদশ: হরমনপ্রীত কউর (অধিনায়ক), যস্তিকা ভাটিয়া, ন্যাট স্কিভার ব্রান্ট, হেইলি ম্যাথিউজ, পুজা বস্ত্রকর, ইসাবেল ওঙ্গ, হুমারিয়া কাজি, এমিলয়া কের, আমানজ্যোত কউর, জিনতিমানি কালিতা, সাইকা ঈশাক।
গুজরাট জায়ান্টসের একাদশ: বেথ মুনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাব্বিনেনি মেঘনা, হারলিন দেওল, অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, দয়ালান হেমলতা, জর্জিয়া ওয়ারহাম, স্নেহ রানা, তনুজা কানওয়ার, মানসী জোশি, মনিকা প্যাটেল।