প্রতিযোগিতার শুরু থেকেই মুম্বই ও দিল্লি অনবদ্য পারফরম্যান্স করছে। চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার এই দুই দলকেই মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে তারকাখোচিত দুই দল এদিন মুখোমুখিল হওয়ার আগে শেষ ম্যাচে উভয়কেই হারের মুখ দেখতে হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স হেরেছে ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে। গুজরাট জায়ান্টসের কাছে হাতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। ফলে দুই দলের কাছেই এদিনের ম্যাচ জয়ে ফেরার। পাশাপাশি দিল্লির কাছে এই ম্যাচ বদলারও। কারণ প্রথম পর্বের সাক্ষাতে মুম্বইয়ের বিরুদ্ধে ১০৫ রানে গুটিয়ে গিয়েছিল দিল্লির ইনিংস। যেই রান সহজেই তাড়া করে ৫ ওভার বাকি থাকতে ৮ উইকেটে জিতে নিয়েছিল মুম্বই। দ্বিতীয় পর্বে হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
advertisement
গত ম্যাচে ফ্লপ করেছিল মুম্বইয়ের ব্যাটিং। হেইলি ম্যাথিউজ, ইজি ওঙ্গ ও হরনপ্রীত কিছুটা রান পেলেও ন্যাট স্কিভার, অ্যামেলিয়া কের, যস্তিকা ভাটিয়ারা রান পাননি। যদিও ১২৭ রানের পুজি নিয়ে লড়াই করেছিল মুম্বইয়ের বোলিং। সোমলার দিল্লির বিরুদ্ধে চেনা ছন্দে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী এমআই পল্টন। দিল্লিই অবস্থাও সেষ ম্যাচে অনেকটা একই। গুজরাটের দেওয়া ১৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৩৬ রানে শেষ হয়ে যায় দিল্লির ইনিংস। মারিজেন কাপ ছাড়া কেউই রান পাননি। এদিন ছন্দে ফিরতে মরিয়া ল্যানিং, শেফালি, জামাইমারা।
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ: হেইলি ম্যাথিউজ, যস্তিকা ভাটিয়া, ন্যাট স্কিভার ব্রান্ট, হরমনপ্রীত কউর (অধিনায়ক), এমিলয়া কের, ইসাবেল ওঙ্গ, হুমারিয়া কাজি, ধারা গুজ্জর, আমানজ্যোত কউর, জিনতিমানি কালিতা, সাইকা ইশাক।
আরও পড়ুনঃ লাল গোলাপ দিয়ে কাকে বিয়ে করতে চাইলেন রোহিত শর্মা, ঝড় তুলল ভিডিও
দিল্লি ক্যাপিটালসের একাদশ: শেফালি ভার্মা, মেগ ল্যানিং (অধিনায়ক), অ্যালিস ক্যাপসে, জেমাইমা রড্রিগেজ, মারিজ্যান কাপ, জেস জোনাসেন, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), অরুন্ধুতি রেড্ডি, শিখা পাণ্ডে, রাধা যাদব, পুণম যাদব।