এদিনও ম্যাচে টস ভাগ্য সাথ দেয় আরসিবি অধিনায়ক স্মৃতি মন্ধনা। কিন্তু নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পুরো ২০ ওভার ব্যাটও করতে পারেন আরসিবি। ১৮.৪ ওভারে ১৫৫ রানে অলআউট হয়ে যায় স্মৃতি মন্ধনার। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন রিচা ঘোষ। এছাড়া স্মৃতি মন্ধনা ও শেয়াঙ্কা পাটিল ২৩ কর রান করেন। ২২ রান করেন কণিকা আহুজা ও ২০ রান করেন মেগান স্কাট। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন হেইলি ম্যাথিউজ।
advertisement
১৫৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ঝোড়ো শুরু করেন মুম্বই ইন্ডিয়ান্সের দুই ওপেনার হেইলি ম্যাথিউজ ও যস্কিকা ভাটিয়া। ৪৫ রানের পার্টনারশিপ করেন তারা। ২৩ রান করে যস্তিকা ভাটিয়া আউট হন। তারপর শুধুই হেইলি ম্যাথুউজ ও ন্যাট স্কিভার শো। দুই মুম্বই ব্যাটার মিলে একের পর এক মারকাটারি শট খেলেন। শতরানের পার্টনারশিপও করেন দুজনে। ২৬ বলে অর্ধশতরান করেন ম্যাথিউজ ও ২৮ বলে হাফ সেঞ্চুরি করেন ন্যাট স্কিভার।
আরও পড়ুনঃ WPL 2023: ম্যাচের মাঝে মাঠেই তুমুল নাচ জেমাইমা রড্রিগেজের, ভাইরাল ভিডিও
দুই মুম্বই তারকাকে আটকানোর সবরকম প্রয়াসই এদিন ব্যার্থ যায় আরসিবি বোলারদের। অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন ম্যাথিউজ ও ন্যাট স্কিভার। শেষ পর্যন্ত ৩৮ বলে ৭৭ রানে ম্যাথিউজ ও ২৯ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন দুজ। ১৪.২ ওভারে ম্যাচ পকেটে পুরে নেয় মুম্বই ইন্ডিয়ামন্স। দাপটের সঙ্গে ম্যাচ জেতে মুম্বই ইন্ডিয়ান্স। ৭৭ রান ও ৩টি উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন হেইলি ম্যাথিউজ।