WPL 2023: ম্যাচের মাঝে মাঠেই তুমুল নাচ জেমাইমা রড্রিগেজের, ভাইরাল ভিডিও
- Published by:Sudip Paul
Last Updated:
WPL 2023: প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৬০ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে দিল্লি। ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম করে মেগ ল্যানিংয়ের দল। সঙ্গে বাড়তি পাওনা জেমাইমা রড্রিগেজের নাচ।
মুম্বই: পুরুষদের আইপিএল হোক আর মেয়েদের উইমেন্স প্রিমিয়ার লিগ। ফ্র্যাঞ্চাইজি টি-২০ প্রতিযোগিতা মানেই ক্রিকেট ও বিনোদনের ককটেল। ডব্লুউপিএলের শুরুতেও দেখা গেল তার ঝলক। খেলার মাঝেই নেচে মাঠ মাতালেন দিল্লি ক্যাপিটালস মহিলা দলের তারকা ক্রিকেটার জেমাইমা রড্রিগেজ। মুম্বই ইন্ডিয়ান্সের মতই উইমেন্স প্রিমিয়ার লিগের শুরুটা দুরন্ত করেছে দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৬০ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে দিল্লি। ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম করে মেগ ল্যানিংয়ের দল।
SCCCENESSSS 🏃🏽♂️🏃🏽♂️ https://t.co/MwCnUfPzrH
— Jemimah Rodrigues (@JemiRodrigues) March 5, 2023
advertisement
ম্যাচ চলাকালীন মাঠে মন খুলে নাচতে দেখা যায় জেমাইমা রড্রিগেজকে। দিল্লি ক্যাপিটালসের বোলিংয়ের সময় বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন জেমাইমা। সেই সময় স্টেডিয়ামে গান বাজতে শুরু করে। সেই সময় কোনও দ্বিধা বোধ না করে বিন্দাস মুডে নাচতে দেখা যায় ভারতীয় তারকা ক্রিকেটারকে। একবার নয়, একাধিকবার দর্শকদের ডাকে সাড়া দিয়ে ভাংড়া সহ বিভিন্ন নাচের স্টেপ করতে দেখা যায় জেমাইমা রড্রিগেজকে। সেই ভিডিও নেট দুনিয়ায় ঝড় তপলতে বেশি সময় লাগেনি।
advertisement
FUUULLL MAJJAAAA 🏃🏽♂️🏃🏽♂️ https://t.co/LABmFPkWRW
— Jemimah Rodrigues (@JemiRodrigues) March 5, 2023
প্রসঙ্গত, দিল্লি বনাম আরসিবি ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক স্মৃতি মন্ধনা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২২৩ রান করল দিল্লি। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেন শেফালি ভার্মা। এছাড়াও ৭২ রান করেন অধিনায়ক মেগ ল্যানিং, ৩৯ করেন মারিজ্যান কাপ ও জেমাইমা রড্রিগেজ করেন ২২ রান। রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৩ রান করে আরসিবি। সর্বোচ্চ ৩৫ রান করেন স্মৃতি মন্ধনা। এছাড়া ৩৪ রান করেন হেদার নাইট, ৩১ রান করেন এলিস পেরি, ৩০ রান করেন মেগান স্কাট। দিল্লির হয়ে ৫ উইকেট নেন তারা নরিস। ম্যাচে জেমাইমা রড্রিগেজের নাচ বাড়তি পাওনা বলা যেতেই পারে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 06, 2023 5:53 PM IST