এদিন টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। দিল্লির বোলিং অ্যাটাকের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে কোনও মতে ১০৯ রান করে মুম্বই। পুজা বস্ত্রকর ২৬, হরমনপ্রীত কউর ২৩, ইজি ওঙ্গ ২৩, অমনজিৎ কউর ১৯ রানের ইনিংস না খেললে ১০৯ রানও হত না মুম্বইয়ের। দিল্লির হয়ে এদিন ২টি করে উইকেট নেন মারিজ্যান কাপ, শিখা পাণ্ডে ও জেস জনাসন।
advertisement
১১০ রানের টার্গেট তাড়া করতে নেমে বিধ্বংসী শুরু করেন দিল্লির দুই ওপেনার মেগ ল্যানিং ও শেফাবি বর্মা। একের পর এক মারকাটারি শট খেলেন দুই তারকা। ৪ ওভারের মধ্যেই অর্ধশতরানের পার্টবারশিপ পূরণ করে তারা। দলের ৫৬ রানে প্রথম উইকেট পড়ে দিল্লির। ১৫ বলে ৩৩ করে আউট হন শেফালি বর্মা। এরপর অ্যালাই ক্যাপসে ও মেগ ল্যানিং বিদ্ধংসী ব্যাটিং জারি রাখেন। তারাও অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করেন। শেষ পর্যন্ত ৯ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় দিল্লি। ক্যাপসে ৩৮ রানে ও ল্যানিং ৩২ রানে অপরাজিত থাকেন।
আরও পড়ুনঃ ফের ত্রাতা গ্রেস হ্যারিস ও তাহিল ম্যাকগ্রা, রুদ্ধশ্বাস ম্যাচে গুজরাতকে হারিয়ে প্লে অফে ইউপি
দিল্লি এই জয়ের ফলে ৭ ম্যাচে ৫ জয় ২ হার ১০ পয়েন্ট নিয়ে রান রেটের বিচারে লিগ টেবিলের শীর্ষে উঠে এল। সমসংখ্যাক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রান রেটে দ্বিতীয় স্থানে নেমে এল মুম্বই। ৭ ম্যাচে ৪ জয়, ৩ হার ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে ইউপি ওয়ারিয়র্স। এই তিন দলই প্লে অফে পৌছে গিয়েছে। প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে আরসিবি ও গুজরাত। মুম্বই ও দিল্লির আরও একটি করে ম্যাচ বাকি রযেছে। সেই ম্যাচেই চূড়ান্ত জানা যাবে কোন দল লিগ শীর্ষে থেকে সরাসরি ফাইনালে পৌছবে।