মেয়েদের আইপিএলের অভূতপূর্ব সাফল্যের পর ভারতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখতে শুরু করেছেন সাইকা। তবে সাফল্যের দিনে তিনি অতীতকে ভুলে যাননি। মনে রেখেছেন তাঁর ক্রিকেটে কেরিয়ারে যাদের অবদান রয়েছে তাদের কথা। সাইকা জানিয়েছেন তাঁর ছোটবেলার কোচ শিবসাগর সিংয়ের পাশাপাশি তারা কেরিয়ারে প্রাক্তন ভারতীয় কিংবদন্তী পেসার ঝুলন গোস্বামীর বড় অবদান রয়েছে। প্রিয় ঝুলুদিই যে তাকে একসময় তাকে প্রথম ক্রিকেট কিট ব্যাট কিনে দিয়েছিলেন সেই কথা জানান সাইকা।
advertisement
এক সাক্ষাৎকারে নিজের ক্রিকেট কেরিয়াক নিয়ে বলতে গিয়ে সাইকা ইশাক বলেন,“ঝুলুদি আমাকে আমার প্রথম ক্রিকেট কিট দিয়েছিল। ছেলেবেলা থেকেই তিনি আমাকে গাইড করেছেন এবং আমাকে সমর্থন করেছেন। আমার কেরিয়ারে তাঁর বিরাট অবদান রয়েছে। কেরিয়ারের শুরু থেকেই নানাভাবে আমাকে সাহায্য করেছেন ঝুলুদি।" মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মহলা আইপিএলে খেলে যে তিনি সাফল্য পাচ্ছেন তার জন্য অধিনায়ক হরমনপ্রীাত কউর, বোলিং কোচ ঝুলন গোস্বামী ও হেড কোচ শার্লট এডওয়ার্ডসের পাশে থাকা ও আত্মবিশ্বাস বাড়ানোকেও কৃতিত্ব দিয়েছেন সাইকা।
আরও পড়ুন: Viral News: ক্রিকেটে ৩টি উইকেট থাকার পিছনে রয়েছে কোন রহস্য, উত্তর অজানা ৯৯ শতাংশ মানুষের
প্রসঙ্গত, মহিলা আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ম্যাচে চার উইকেট নিয়েছিলেন সাইকা ইশাক। পরের ম্যাচে নিয়েছিলেন দুটি উইকেট। বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নেন বাংলার বাঁ হাতি স্পিনার। দিল্লির বিরুদ্ধে তাঁর শিকারের তালিকায় রয়েছে মেগ ল্যানিং, শেফালি ভার্মা ও জেমাইমা রড্রিগেজের মত তারকা ব্যাটাররা। এই ধারাবাহিকতা ধরে রাখতে চান সাইকা। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, সাইকা প্রথম তিন ম্যাচে পারফরম্যান্সেই ভারতীয় দলের দরজায় কড়া নেরে দিয়েছেন।