ম্যাচ চলাকালীন মাঠে মন খুলে নাচতে দেখা যায় জেমাইমা রড্রিগেজকে। দিল্লি ক্যাপিটালসের বোলিংয়ের সময় বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন জেমাইমা। সেই সময় স্টেডিয়ামে গান বাজতে শুরু করে। সেই সময় কোনও দ্বিধা বোধ না করে বিন্দাস মুডে নাচতে দেখা যায় ভারতীয় তারকা ক্রিকেটারকে। একবার নয়, একাধিকবার দর্শকদের ডাকে সাড়া দিয়ে ভাংড়া সহ বিভিন্ন নাচের স্টেপ করতে দেখা যায় জেমাইমা রড্রিগেজকে। সেই ভিডিও নেট দুনিয়ায় ঝড় তপলতে বেশি সময় লাগেনি।
advertisement
প্রসঙ্গত, দিল্লি বনাম আরসিবি ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক স্মৃতি মন্ধনা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২২৩ রান করল দিল্লি। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেন শেফালি ভার্মা। এছাড়াও ৭২ রান করেন অধিনায়ক মেগ ল্যানিং, ৩৯ করেন মারিজ্যান কাপ ও জেমাইমা রড্রিগেজ করেন ২২ রান। রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৩ রান করে আরসিবি। সর্বোচ্চ ৩৫ রান করেন স্মৃতি মন্ধনা। এছাড়া ৩৪ রান করেন হেদার নাইট, ৩১ রান করেন এলিস পেরি, ৩০ রান করেন মেগান স্কাট। দিল্লির হয়ে ৫ উইকেট নেন তারা নরিস। ম্যাচে জেমাইমা রড্রিগেজের নাচ বাড়তি পাওনা বলা যেতেই পারে।