হাইভোল্টেড ফাইনালে দুই দলের দুই দলের প্রথম একাদশ ও পিচ কেমন হবে ব্রাবোন স্টেডিয়ামের তা নিয়ে কৌতুহল রয়েছে দুই দলেরই ফ্যানেদের মধ্যে। এখনও পর্যন্ত যা খবর মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস তাদের সেরা একাদশ নিয়েই নামছে। দুই দলেই কোনওরকম সমস্যা এখনও পর্যন্ত নেই। প্লে অফে মুম্বইয়ের যে একাদশ খেলেছিল তাতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। দিল্লিও শেষে লিগ ম্যাচের দলই ফাইনালে নামাতে চলেছে বলে খবর।
advertisement
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ: হেইলি ম্যাথিউজ, যস্তিকা ভাটিয়া, ন্যাট স্কিভার ব্রান্ট, হরমনপ্রীত কউর (অধিনায়ক), এমিলয়া কের, ইসি ওঙ্গ, হুমারিয়া কাজি, পুজা বস্ত্রকর, আমানজ্যোত কউর, জিনতিমানি কালিতা, সাইকা ইশাক।
আরও পড়ুনঃ Lionel Messi: ভাইরাল লিওনেল মেসির 'চিঠি', কাকে লিখলেন 'মনের কথা'
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ: শেফালি ভার্মা, মেগ ল্যানিং (অধিনায়ক), অ্যালাইস ক্যাপসে, জেমাইমা রড্রিগেজ, মারিজ্যান কাপ, জেস জোনাসেন, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), অরুন্ধুতি রেড্ডি, শিখা পাণ্ডে, রাধা যাদব, পুণম যাদব।
পিচ রিপোর্ট: মুম্বই বনাম দিল্লির মেগা ফাইনাল খেলা হবে মুম্বইয়ের ব্রাবোন স্টেডিয়ামে। ব্রাবোনের পিচ প্রতিযোগিতার শুরু থেকেই ব্যাটিং সহায়ক। তবে রাতের খেলায় টস জিতে প্রথমে বোলিং করে নেওয়াকেই সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ১৭৫ বা তার বেশি স্কোর এখানে ফাইটিং টোটাল হবে বলেই মত পিচ কিউরেটরের।