TRENDING:

WPL 2023 Final: মুম্বই বনাম দিল্লি ম্যাচের সম্ভাব্য একাদশ থেকে পিচ রিপোর্ট, রইল বিস্তারিত

Last Updated:

WPL 2023 Final: উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। প্রতিযোগিতার প্রথম চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসের পাতায় নাম লেখাতে প্রস্তুত হরমনপ্রীত কউর ও মেগ ল্যানিংয়ের দল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: দুই দলেই একাধিক ম্যাচ উইনিং প্লেয়ার। ব্যাটিং লাইনে তাবড় তাবড় নাম। অলরাউন্ডার বিভাগে একের পর এক বিশ্বসেরা ক্রিকেটার রয়েছে দুই দলেই। বোলিং লাইনও উভয়ের একই রকম মজবুত। দুই দলের শক্তি-ভারসাম্য ও গভীরতা বিচার করলে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়। এই পরিস্থিতিতে উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম মেগা ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা বলাই যায়।
advertisement

হাইভোল্টেড ফাইনালে দুই দলের দুই দলের প্রথম একাদশ ও পিচ কেমন হবে ব্রাবোন স্টেডিয়ামের তা নিয়ে কৌতুহল রয়েছে দুই দলেরই ফ্যানেদের মধ্যে। এখনও পর্যন্ত যা খবর মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস তাদের সেরা একাদশ নিয়েই নামছে। দুই দলেই কোনওরকম সমস্যা এখনও পর্যন্ত নেই। প্লে অফে মুম্বইয়ের যে একাদশ খেলেছিল তাতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। দিল্লিও শেষে লিগ ম্যাচের দলই ফাইনালে নামাতে চলেছে বলে খবর।

advertisement

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ: হেইলি ম্যাথিউজ, যস্তিকা ভাটিয়া, ন্যাট স্কিভার ব্রান্ট, হরমনপ্রীত কউর (অধিনায়ক), এমিলয়া কের, ইসি ওঙ্গ, হুমারিয়া কাজি, পুজা বস্ত্রকর, আমানজ্যোত কউর, জিনতিমানি কালিতা, সাইকা ইশাক।

আরও পড়ুনঃ Lionel Messi: ভাইরাল লিওনেল মেসির 'চিঠি', কাকে লিখলেন 'মনের কথা'

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ: শেফালি ভার্মা, মেগ ল্যানিং (অধিনায়ক), অ্যালাইস ক্যাপসে, জেমাইমা রড্রিগেজ, মারিজ্যান কাপ, জেস জোনাসেন, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), অরুন্ধুতি রেড্ডি, শিখা পাণ্ডে, রাধা যাদব, পুণম যাদব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

পিচ রিপোর্ট: মুম্বই বনাম দিল্লির মেগা ফাইনাল খেলা হবে মুম্বইয়ের ব্রাবোন স্টেডিয়ামে। ব্রাবোনের পিচ প্রতিযোগিতার শুরু থেকেই ব্যাটিং সহায়ক। তবে রাতের খেলায় টস জিতে প্রথমে বোলিং করে নেওয়াকেই সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ১৭৫ বা তার বেশি স্কোর এখানে ফাইটিং টোটাল হবে বলেই মত পিচ কিউরেটরের।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
WPL 2023 Final: মুম্বই বনাম দিল্লি ম্যাচের সম্ভাব্য একাদশ থেকে পিচ রিপোর্ট, রইল বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল