ম্যাচে টস জিতে এমসিজির পেস সহায়ক সবুজ উইকেটে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। বোলার-বান্ধব পিচে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনকে ভেঙে দেয় ইংল্যান্ডের পেস অ্যাটাক। জোশ টং তার অসাধারণ ৫-৪৫ বোলিং দিয়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস মাত্র ১৫২ রানে শেষ করে। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন মাইকেল নেসার।
অস্ট্রেলিয়াকে ১৫২ রানের আটকে রাখলেও সেই সুবিধা নিতে পারেনি ইংল্যান্ড। মিচেল স্টার্ক, মাইকেল নেসার, স্কট বোল্যান্ডের আগুনে বোলিংয়ের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন। ১১০ রানে অলআউট হয়ে বেন স্টোকসের দল। ইংল্যান্ডের হয়ে হ্যারি ব্রুক সর্বোচ্চ ৪১ রান করেন। মাইকেল নেসার সর্বোচ্চ ৪টি উইকেট নেন। স্কট বোল্যান্ড ৩টি ও মিচেল স্টার্ক ২টি উইকেট নেন।
advertisement
তবে, রেকর্ড-ব্রেকিং দর্শক উপস্থিতি আগামী দিনে আরও বড় মাইলস্টোনের আশা জাগিয়েছে। এমসিসির প্রধান নির্বাহী স্টুয়ার্ট ফক্স মনে করেন, সমর্থকের এই উৎসাহ দেখলে ২০১৩ সালের অ্যাশেসের সমষ্টিগত দর্শক রেকর্ড ২৭১,৮৬৫ জন ভাঙা সম্ভব। বিশেষ করে দিন দুই ও তিনের জন্য বড় ভিড় আশা করা হচ্ছে।
