TRENDING:

একের পর এক হ্যাটট্রিক! আন্তর্জাতিক টি-২০ সিরিজে বিশ্বরেকর্ড, ইতিহাসের পাতায় ২ বোলার

Last Updated:

First Time In Cricket History 2 players Take Hat Trick In Same Series: ক্রিকেট ইতিহাসে বিরল ঘটনা। যা আগে কোনও দিন ঘটেনি তা ঘটে গেল ২২ গজে। পূর্ণ সদস্যদের দুই দেশের আন্তর্জাতিক টি-২০ সিরিজে উভয় দলের বোলার হ্যাটট্রিক করে নাম তুলল ইতিহাসের পাতায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ক্রিকেট ইতিহাসে বিরল ঘটনা। যা আগে কোনও দিন ঘটেনি তা ঘটে গেল ২২ গজে। পূর্ণ সদস্যদের দুই দেশের আন্তর্জাতিক টি-২০ সিরিজে উভয় দলের বোলার হ্যাটট্রিক করে নাম তুলল ইতিহাসের পাতায়। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এই সিরিজে হ্যাটট্রিক নিয়ে নজির গড়েন আফগান স্পিনার মুজিব উর রহমান এবং ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার স্প্রিঙ্গার। এর মাধ্যমে আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্রিকেটে বিরল এক কীর্তির সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব।
News18
News18
advertisement

সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে প্রথমে হ্যাটট্রিক করেন মুজিব উর রহমান। তিনি দ্বিতীয় ইনিংসে টানা দুই বলে এভিন লুইস ও জনসন চার্লসকে আউট করেন। এরপর নিজের পরের ওভারের প্রথম বলেই ব্র্যান্ডন কিংকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন। তার এই পারফরম্যান্স আফগানিস্তানকে সিরিজে ২–০ ব্যবধানে এগোতে বড় ভূমিকা রাখে এবং ওয়েস্ট ইন্ডিজকে কার্যত কোণঠাসা করে ফেলে।

advertisement

তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে পাল্টা জবাব দেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে তারা তোলে ৭ উইকেটে ১৫১ রান। জবাবে আফগানিস্তান যখন জয়ের কাছাকাছি, তখন ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শামার স্প্রিঙ্গার। ইনিংসের ১৯তম ওভারে টানা তিন বলে রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান ও শাহিদুল্লাহ কামালকে আউট করে হ্যাটট্রিক করেন তিনি। ৪ উইকেটে ২০ রান দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৫ রানের জয় এনে দেন এই পেসার।

advertisement

আরও পড়ুনঃ রানে ফিরেই জোড়া মাইলস্টোন সূর্যকুমার যাদবের, আত্মবিশ্বাস বাড়ল ভারত অধিনায়কের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার গৃহবধূদের হাতের কামাল! ৩৫ ফুটের টুসু চৌডল গড়ে নজির স্থাপন, রইল ঝলক
আরও দেখুন

এই হ্যাটট্রিকের মাধ্যমে স্প্রিঙ্গার টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় ওয়েস্ট ইন্ডিজ বোলার হিসেবে ইতিহাসে নাম লেখান, জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ডের পাশে। যদিও সিরিজ জিতেছে আফগানিস্তান, তবুও দুটি হ্যাটট্রিক পুরো সিরিজকে করেছে স্মরণীয়। ক্রিকেটবিশ্বে এমন ঘটনা আগে শুধু অ-পূর্ণ সদস্য দেশগুলোর সিরিজে দেখা গিয়েছিল, যা এই অর্জনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
একের পর এক হ্যাটট্রিক! আন্তর্জাতিক টি-২০ সিরিজে বিশ্বরেকর্ড, ইতিহাসের পাতায় ২ বোলার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল