দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পেয়েছেন হরমনপ্রীতরা। ঐতিহাসিক এই সাফল্যে এখন সেলিব্রেশনের মুডে অসমুদ্রহিমাচল। গোটা দলের জন্য ৫১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই।
কয়েকদিন পরে হয়তো বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হবে। তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় দলের সঙ্গে দেখা করবেন। সেকারণে ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। বুধবার সন্ধে ৬টা নাগাদ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন জেমাইমা রডরিগেজরা।
advertisement
রাষ্ট্রপতির সঙ্গে এদিনের সাক্ষাতের পর এবার যে যাঁর বাড়িতে ফিরবেন ক্রিকেটাররা। উল্লেখ্য, ভারত জেতার পর এক্স হ্যান্ডেলে উইমেন ইন ব্লুকে শুভেচ্ছা জানিয়েছিলেন রাষ্ট্রপতি। এবার সামনাসামনি হরমনপ্রীতদের অভিনন্দন জানালেন তিনি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 06, 2025 4:58 PM IST
