TRENDING:

World Cup 2023: নেদারল্যান্ডসকে হেলায় হারাল পাকিস্তান, তবে ভারত খুশি পাকিস্তানের খামতি খুঁজে পেয়ে

Last Updated:

World Cup 2023: হ্যারিস রউফের তিন উইকেটের সাহায্যে পাকিস্তানের বোলাররা নেদারল্যান্ডসকে ২০৫ রানে গুটিয়ে  দেয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হায়দরাবাদে নিজেদের অভিযানের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়ে সহজ জয় পেয়েছে পাকিস্তান। হ্যারিস রউফের তিন উইকেটের সাহায্যে পাকিস্তানের বোলাররা নেদারল্যান্ডসকে ২০৫ রানে গুটিয়ে  দেয়৷  পাকিস্তানের সৌদ শাকিল ৬৮ রান করে প্লেয়ার অফ দ্য ম্যাচ হন৷
পাকিস্তান নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়ে সহজ জয় পেয়েছে - Photo- AFP
পাকিস্তান নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়ে সহজ জয় পেয়েছে - Photo- AFP
advertisement

এদিন প্রথমে ব্যাট করে পাকিস্তানও পুরো ওভার ব্যাট করতে পারেনি৷  এর আগে, বাস ডি লিডে ৪ উইকেটের স্পেল পাকিস্তানকে বড় ধাক্কা দেয়৷ তিনি ৬২ রানে ৪ উইকেট নেন৷ এর ফলে ৪৯ ওভারে নেদারল্যান্ডস পাকিস্তানকে ২৮৬ রানে  প্যাকআপ করে দেয়। প্রথমে ব্যাট করতে পাকিস্তানকে পাঠায় নেদারল্যান্ডস৷ পাকিস্তানের হয়ে মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল ৬৮  করে রান করেন। তার আগে অবশ্য নেদারল্যান্ডের বোলারদের ধাক্কায় একসময়ে ৩ উইকেটে ৩৮ হয়ে গিয়েছিল৷ সেই সময়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন ফকর জামান, ইমাম উল হক, বাবর আজম৷

advertisement

advertisement

এদিকে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যে পাকিস্তান ৪১ ওভারে ২০৫ রানে নেদারল্যান্ডসকে আউট করে দিলেও ভারত খুব খুশি -কারণ প্রথম ম্যাচেই পাকিস্তানের দুর্বলতা সামনে চলে এসেছে৷   পাকিস্তান দলের সবচেয়ে বড় দুর্বলতা প্রকাশ্যে এসেছে।আসলে তাদের দলের টপ  অর্ডারের প্রথম তিন ব্যাটসম্যানই সহজেই আউট হয়ে যান৷

টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। পাকিস্তানের হয়ে প্রথমে ব্যাট করতে নামেন ফখর জামান ও ইমাম উল হক। কিন্তু দুই ব্যাটসম্যানই ফ্লপ। ফখর জামান ১৫ বলে ১২ রান করে আউট হন এবং ইমাম ১৯ বলে ১৫ রান করে আউট হন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বেশ কিছুদিন ধরেই ফ্লপ হচ্ছেন ফখর জামান। ফখর জামানের শেষ ১০ ইনিংসের একটি ম্যাচেও অর্ধশতরান করতে পারেননি। তার সর্বোচ্চ স্কোর ৩৩। বেশ কিছুদিন ধরেই ইমামের ফর্ম ভাল। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে ৭৪ রানের ইনিংস খেলেছেন তিনি। কিন্তু তাও ভারত বেশ পজিটিভ ফিল করছে পাকিস্তানের ভুলগুলি সামনে চলে আসায়৷

বাংলা খবর/ খবর/খেলা/
World Cup 2023: নেদারল্যান্ডসকে হেলায় হারাল পাকিস্তান, তবে ভারত খুশি পাকিস্তানের খামতি খুঁজে পেয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল