তবে অঙ্কের বিচারে খাতায় কলমে এখনও সেমি ফাইনালে যাওয়ার আশা রয়েছে পাকিস্তানের। তবে বাবর আজম- শাহিন আফ্রিদিদের সেমিফাইনালে ওঠার অঙ্ক বা সমীকরণ জানলে অবাক হবেন আপনিও। পাকিস্তান যদি প্রথমে ব্যাট করে তাদের কমপক্ষে ২৮৭ রানের ব্যবধানে জিততে হবে। পাকিস্তান যদি প্রথমে ব্যাট করে ৩০০ রান করে তাহলে ইংল্যান্ডকে অলআউট করতে হবে ১৩ রানে। আর ৪০০ করলে ইংল্যান্ডের ইনিংস শেষ করতে হবে ১১২ রানে। পাকিস্তান ৪৫০ বা ৫০০ করলে ইংল্যান্ডকে ১৬২ বা ২১১ রানে অলআউট করতে হবে।
advertisement
প্রথমে ব্যাট করে ৪০০ বা আরও বড় স্কোর করলে যাও কিছু সুযোগ রয়েছে পরে ব্যাট করলে সেই টুকু সুযোগও নেই পাকিস্তানের। আর যদি ইংল্যান্ড প্রথমে ব্যাট করে তাহলে ৫০ রানে অলআউট করতে হবে ও পাকিস্তানকে রান করতে হবে ২ ওভারে। ১০০-তে বাটলারদের অলআউট করতে পারলে সেই রান করতে হবে ৩ ওভারে। ফলে এই সমীকরণ পূরণ করা একেবারেই সহজ নয় পাকিস্তানের জন্য।
আরও পড়ুনঃ World Cup 2023: সেমিফাইনালের আগে জোর ধাক্কা ভারতের! অনুশীলনে চোট পেলেন তারকা ব্যাটার
প্রসঙ্গত, এই জয়ের ফল ৯ ম্যাচে ৫ জয় নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে থাকল নিউজিল্যান্ড। নেট রানরেট +০.৭৪৩। অপরদিকে, ১ ম্যাচ কম খেলে ৮ ম্যাচে ৪ জয় নিয়ে পাকিস্তানের পয়েন্ট ৮। বাবরদের নেট রানরেট +০.০৩৬। ফলে বাবরদের থেকে অনেকটাই এগিয়ে গেল উইলিয়ামসনরা।