ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৬.৪ ওভারে ১৭১ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। কুশল পেরেরার ৫১ ও মাহিশ থিকসানার ৩৮ রান ছাড়া কোনও লঙ্কান ব্যাটাব ২০ রানের গণ্ডি টপকাতে পারেনি। কিউদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন ট্রেন্ট বোল্ট। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন লকি ফার্গুসন, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র।
১৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই মারকাটারি ব্যাটিং শুরু করেন নিউজিল্যান্ড ব্যাটাররা। ডেভন কনওয়ের ৪৫, রাচীন রবীন্দ্রর ৪২ ও ডায়ার্ল মিচেলের ৪৩ রানের ইনিংসের সুবাদে সহজ জয় পায় গত বিশ্বকাপের রানার্সআপরা। ২৩.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় নিউজিল্যান্ড।
advertisement
আরও পড়ুনঃ World Cup 2023: সেমিফাইনালের আগে জোর ধাক্কা ভারতের! অনুশীলনে চোট পেলেন তারকা ব্যাটার
এই জয়ের ফল ৯ ম্যাচে ৫ জয় নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে থাকল নিউজিল্যান্ড। নেট রানরেট +০.৭৪৩। অপরদিকে, ১ ম্যাচ কম খেলে ৮ ম্যাচে ৪ জয় নিয়ে পাকিস্তানের পয়েন্ট ৮। বাবরদের নেট রানরেট +০.০৩৬। ফলে বাবরদের থেকে অনেকটাই এগিয়ে গেল উইলিয়ামসনরা।