এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। শুরু থেকেই মারকাটারি ব্যাটিং করেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান। একদিনের ক্রিকেটে এক বছরের সবথেকে বেশি ছক্কা মারা সহ একাধিক রেকর্ড গড়েন। ওপেনিং জুটিতে ঝড়ের গতিতে শতরানের পার্টনারশিপ করেন রোহিত ও গিল। ৫১ রান করে শুভমান গিল ও ৬১ রান করে আউট হন রোহিত শর্মা।
advertisement
এরপর দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার। যতক্ষণ কোহলি উইকেটে ছিলেন ততক্ষণ ঠান্ডা মাথায় ব্যাটিং করেন শ্রেয়স। অপরদিকে, আক্রমণাত্মক ব্যাটিং করেন বিরাট। নিজের অর্ধশতরানও পূরণ করেন। শ্রেয়সের সঙ্গে ৭১ রান জুটিতে যোগ করেন কোহলি। বিরাটের ৫০ তম শতরানের অপেক্ষায় ছিল সকলেই। কিন্তু ৫১ করে আউট হন তিনি।
তারপর ভারতের প্রথম ইনিংসের বাকি সময়টা শুধু শ্রেয়স আইয়ার ও কেএল রাহুল শো। একটু সেট হওয়ার পর থেকেই বিদ্ধংসী মেজাজে ব্যাটিং করেন দুই তরুণ তারকা। একের পর এক মারকাটারি শট খেলেন দুজনেই। শতরান করেন শ্রেয়স আইয়ার। তারপর আরও মারমুখী হয়ে ওঠেন শ্রেয়স। অপরদিকে, শ্রেয়সের সেঞ্চুরি পূরণ হতেই নিজের শতরানের জন্য রানের গতিবেগ আরও বাড়ান কেএল রাহুল।
শেষ ওভারে শুরুতেই পরপর দুটি ছক্কা মেরে নিজের শতরান পূরণ করেন কেএল রাহুল। ২০৮ রানের পার্টনারশিপ করেন রাহুল ও শ্রেয়স জুটি। ৬৪ বলে ১০২ রান করে আউট হন তিনি। ১১টি চার ও ৬টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪১০ রান করে ভারত। ৯৪ বলে ১২৮ করে অপরাজিত থাকেন শ্রেয়স আইয়ার। ১০টি চার ও ৫টি ছয় মারেন শ্রেয়স।