এর আগে ১৯৯৯ ও ২০০৭ বিশ্বকাপের সেমিফাইনালে ২ বারই জয়ের হাসি হেসেছে অজিরা। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালের হৃদয় বিদারক ম্যাচ ক্রিকেট ইতিহাসে খুব কম হয়েছে। ল্যান্স ক্লুজনারের সেই অতিমানবীয় ইনিংস, হারা জায়গা থেকে দলকে জেতার মুখে নিয়ে আসা, অস্ট্রেলিয়ার সমান স্কোর করেও লাস্ট উইকেটে অ্যালান ডোনাল্ডের রান আউট, অনেকেই এখনও ভুলতে পারেনি।
advertisement
আরও পড়ুন- ২ দিন পর বিশ্বকাপ শেষ! কে হবে এবার সেরা ক্রিকেটার? এই পাঁচজন আছেন দৌড়ে
আরও একবার ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। এদিন টসে জিতে মেঘলা আবহাওয়ায় প্রথমে ব্যাট করবেন বলে ঠিক করেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। অনেকেই তাঁর এই সিদ্ধান্তের সমালোচনা করছেন। কারণ, কলকাতায় এখন নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা। এমনিতেই মেঘলা আকাশ। এমন পরিস্থিতিতে শুরুতেই পেসারদের খেলাটা বেশ চাপের।
টেম্বা নিজে একের পর এক ম্যাচে ফ্লপ। এদিন কুইন্টন ডি ককও রান পেলেন না। একমাত্র সেঞ্চুরি করে দলকে টানলেন ডেভিড মিলার। আইপিএল খেলার সুবাদে ভারতের উইকেট তাঁর চেনা। তাই চেনা উইকেটে তিনি একাই লড়ে গেলেন অজিদের বিরুদ্ধে।
আরও পড়ুন- ‘ও অনেক সহ্য করেছে’, আবার শামির কথা পায়েলের মুখে, প্রেম কি জমছে?
ক্লাসেন করলেন ৪৭ রান। দক্ষিণ আফ্রিকার জন্য এই রানও ছিল গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে এবার পুরো দায়িত্ব প্রোটিয়া বোলারদের উপর। পুঁজি মাত্র ২১৩ রান। আটকাতে হবে বিশ্বজয়ী দল অস্ট্রেলিয়াকে। সব থেকে মজার ব্যাপার, ১৯৯৯ সেমিফাইনালে অস্ট্রেলিয়া করেছিল ২১২ রান। এবার দক্ষিণ আফ্রিকা করল এক রান বেশি।