'ও অনেক সহ্য করেছে', আবার শামির কথা পায়েলের মুখে, প্রেম কি জমছে?

Last Updated:
Payal Ghosh On Mohammad Shami: শামিকে বিয়ে করতে চান! সেই অভিনেত্রী এবার শামির জন্য কী বললেন শুনুন।
1/6
'শামি তুমি তোমার ইংরেজি শুধরে নাও, তা হলেই আমি তোমাকে বিয়ে করতে রাজি।' অভিনেত্রী পায়েল ঘোষের এই একটা টুইট গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছে। তিনি ভারতীয় পেসার মহম্মদ শামিকে বিয়ের প্রস্তাব দেন।
'শামি তুমি তোমার ইংরেজি শুধরে নাও, তা হলেই আমি তোমাকে বিয়ে করতে রাজি।' অভিনেত্রী পায়েল ঘোষের এই একটা টুইট গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছে। তিনি ভারতীয় পেসার মহম্মদ শামিকে বিয়ের প্রস্তাব দেন।
advertisement
2/6
শামি গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে একাই সাতটি উইকেট নিয়েছেন। তার পর অনেকেই অধীর আগ্রহে বসে ছিলেন, পায়েল ঘোষ আবার কিছু বলেন কি না! এবারও কিন্তু পায়েল ঘোষ মুখ খুললেন।
শামি গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে একাই সাতটি উইকেট নিয়েছেন। তার পর অনেকেই অধীর আগ্রহে বসে ছিলেন, পায়েল ঘোষ আবার কিছু বলেন কি না! এবারও কিন্তু পায়েল ঘোষ মুখ খুললেন।
advertisement
3/6
অভিনেত্রী পায়েল ঘোষ এবার সংবাদমাধ্যমে বলেছেন, আমি ভারতীয় দল ও শামির জন্য প্রার্থনা করছিলাম। ওকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। এই সাফল্য ওর প্রাপ্য। আমি চাই ও আরও সাফল্য পাক।
অভিনেত্রী পায়েল ঘোষ এবার সংবাদমাধ্যমে বলেছেন, আমি ভারতীয় দল ও শামির জন্য প্রার্থনা করছিলাম। ওকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। এই সাফল্য ওর প্রাপ্য। আমি চাই ও আরও সাফল্য পাক।
advertisement
4/6
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের দুরন্ত জয়ে গুরত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বাংলার পেসার মহম্মদ শামি। আগুনে স্পেলে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এই ৫ উইকেটের স্পেলের সৌজন্যে ৫টি রেকর্ডও গড়েন শামি। তার পর সেমিফাইনালে সাত উইকেট। শামি যেন থামছেন না!
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের দুরন্ত জয়ে গুরত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বাংলার পেসার মহম্মদ শামি। আগুনে স্পেলে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এই ৫ উইকেটের স্পেলের সৌজন্যে ৫টি রেকর্ডও গড়েন শামি। তার পর সেমিফাইনালে সাত উইকেট। শামি যেন থামছেন না!
advertisement
5/6
৩১ বছরের বাঙালি অভিনেত্রী তেলুগু ছবি দিয়ে হাতেখড়ি করেন অভিনয়ে। আরও একাধিক তেলুগু ছবিতে কাজ করেছেন তিনি। তার মধ্যে একটিতে জুনিয়র এনটিআর-এর সঙ্গে কাজ করেছিলেন পায়েল। তাছাড়া হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। তবে তাঁর সঙ্গে এর আগে শামির কোনও সম্পর্কের কথা কখনও শোনা যায়নি।
৩১ বছরের বাঙালি অভিনেত্রী তেলুগু ছবি দিয়ে হাতেখড়ি করেন অভিনয়ে। আরও একাধিক তেলুগু ছবিতে কাজ করেছেন তিনি। তার মধ্যে একটিতে জুনিয়র এনটিআর-এর সঙ্গে কাজ করেছিলেন পায়েল। তাছাড়া হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। তবে তাঁর সঙ্গে এর আগে শামির কোনও সম্পর্কের কথা কখনও শোনা যায়নি।
advertisement
6/6
পায়েল ঘোষ অবশ্য পরে এক সংবাদমাধ্যকে জানিয়েছিলেন, তিনি শামিকে বিয়ে করার কথাটি নেহাত মজা করে বলেছিলেন। তবে সেই টুইট আগুনের মতো ছড়িয়ে পড়ে।
পায়েল ঘোষ অবশ্য পরে এক সংবাদমাধ্যকে জানিয়েছিলেন, তিনি শামিকে বিয়ে করার কথাটি নেহাত মজা করে বলেছিলেন। তবে সেই টুইট আগুনের মতো ছড়িয়ে পড়ে।
advertisement
advertisement
advertisement