বৃহস্পতিবার বিশ্বকাপের ডু অর ডাই ম্যাচে মুখোমুখি নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। এই ম্যাচে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এদিন বেঙ্গালুরুতে ৭০-৮০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে বৃষ্টির কারণে ম্যাচ যদি ভেস্তে যায় তাহলে পাকিস্তানের পক্ষে খুব ভাল। কারণ ম্যাচ ভেস্তে গেলে দুই দল পাবে এক পয়েন্ট করে। তাহলে নিউজিল্যান্ডের পয়েন্ট দাঁড়াবে ৯। আর পাকিস্তান যদি আগামী ১১ তারিখ ইডেনে ইংল্যান্ডকে হারিয়ে দিতে পারে তাহলে ১০ পয়েন্ট নিয়ে সরাসরি সেমিতে চলে যাবে।
advertisement
ঠিক এমন এক সমীকরণ তৈরি হয়েছিল ১৯৯২ সালের বিশ্বকাপে। সেবার বৃষ্টি পাকিস্তানের ভাগ্য ঘুড়িয়ে দিয়েছিল ও প্রথমবার একদিনের বিশ্বকাপ জিতেছিল। ৯২-তে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের পঞ্চম স্থানে ছিল পাকিস্তান। অস্ট্রেলিয়ার ছিল ৮ ম্যাচে ৮ পয়েন্ট। কিন্তু রানরেট পাকিস্তানের থেকে ভাল ছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ মরণ-বাঁচন ম্যাচে মাত্র ৭৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। কিন্তু জবাবে ৮ ওভারে ১ উইকেটে ইংল্যান্ড ২৪ রান করার পর ম্যাচে বৃষ্টি নামে ও ভেস্তে যায়। যার ফলে হারা ম্যাচে ১ পয়েন্ট পেয়ে যায় ইমরান খানরা। ফলে ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সেমিতে পৌছে যায় পাকিস্তান। তারপর ফাইনালেও চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।
আরও পড়ুনঃ World Cup 2023: সব আশা শেষ পাকিস্তানের? সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কে! শেষ ল্যাপে জমজমাট বিশ্বকাপ
প্রসঙ্গত, এবারও এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড। কিউইদের নেট রানরেট +০.৩৯৮। ৮ ম্যাচে ৮ পয়েন্ট +০.০৩৬ রান রেট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান। বর্তমানে যা পরিস্থিতি নিউজিল্যান্ড যদি শ্রীলঙ্কাকে ১ রানে হারায় তাহলে পাকিস্তানের ইংল্যান্ডকে হারাতে হবে ১৩১ রানে। নিউজিল্যান্ডের জয়ের ব্যবধান যত বাড়বে, পাকিস্তানের সমস্যা আরও বাড়বে। সুবিধা একটাই নিউজিল্যান্ডের খেলা যেহেতু আগে তাই তা দেখে রণনীতি ঠিক করতে পারবে পাকিস্তান। নিউজিল্যান্ড যদি হেরে যায় বা বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায় তাহলে পাকিস্তান জিতলেই সেমির টিকিট পাকা হয়ে যাবে। ফলে ১৯৯২-এর পুনরাবৃত্তি হয় কিনা সেটাই দেখার।