World Cup 2023: সব আশা শেষ পাকিস্তানের? সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কে! শেষ ল্যাপে জমজমাট বিশ্বকাপ

Last Updated:

World Cup 2023 Semi Final Scenario: বিশ্বকাপের লড়াই এখন শুধু চতুর্থ জায়গা নিয়ে। একটি জায়গা নিয়ে লড়াইয়ে রয়েছে তিন দল। নিউজিল্যান্ড, পাকিস্তান না আফগানিস্তান চতুর্থ দল হিসেবে কারা যাবে সেমিফাইনালে তা নিয়েই এখন জোর জল্পনা।

সব আশা শেষ পাকিস্তানের? সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কে!
সব আশা শেষ পাকিস্তানের? সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কে!
কলকাতা: অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্যাচের পর বিশ্বকাপের তৃতীয় সেমিফাইনালিস্ট দল নির্ধারিত হয়ে গিয়েছে। গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে ভর করে আফগানিস্তানকে হারিয়ে শেষ চারের টিকিট পাকা করে ফেলেছে পাঁচবারের বিশ্বজয়ীরা। অস্ট্রেলিয়ার আগে লিগ টপার হিসেব সেমিতে  চলে গিয়েছে ভারত। দ্বিতীয় দল হিসেবে নকআউটে  জায়গা পাকা করেছে দক্ষিণ আফ্রিকা।
লড়াই এখন শুধু চতুর্থ জায়গা নিয়ে। একটি জায়গা নিয়ে লড়াইয়ে রয়েছে তিন দল। নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চতুর্থ দল হিসেবে কারা যাবে সেমিফাইনালে তা নিয়েই এখন জোর জল্পনা। চতুর্থ স্থানে শেষ করার সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তানের। ১১ নভেম্বর নিউজিল্যান্ড তাদের শেষ ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। অপরদিকে, ১১ নভেম্বর পাকিস্তানের শেষ ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে।
advertisement
বর্তমানে বিশ্বকাপের লিগ টেবিলে কিউইদের রানরেট ০.৩৯৮ আর বাবরদের নেট রানরেট ০.০৩৬। আফগানিস্তানেরও সুযোগ রয়েছে। তবে তাদের শেষ ম্যাচ কঠিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আফগানদের নেট রানরেট -০.৩৩৮। ফলে শেষ ম্যাচ রশিদ খানদের শুধু জিতলেই হবে না। বড় ব্যবধানে জিতেও তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ড ও পাকিস্তানের ম্যাচের দিকে।
advertisement
তবে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন পাকিস্তানের সেমিফাইনালে ওঠার রাস্তা খুবই কঠিন। কারণ নেট রানরেট। রানরেটের এতটাই তফা‍ৎ যে নিউজিল্যান্ড যদি তাদের শেষ ম্যাচ ১ রানে জেতে তাহলে পাকিস্তানকে জিততে হবে ১৩০ রানে। নিউজিল্যান্ডের জয়ের ব্যবধান যত বাড়বে, পাকিস্তানের সমস্যা আরও বাড়বে। সুবিধা একটাই নিউজিল্যান্ডের খেলা যেহেতু আগে তাই তা দেখে রণনীতি ঠিক করতে পারবে পাকিস্তান। নিউজিল্যান্ড যদি হেরে যায় বা বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায় তাহলে পাকিস্তান  জিতলেই সেমির টিকিট পাকা হয়ে যাবে।
advertisement
কিন্তু প্রশ্ন হচ্ছে যদি নিউজিল্যান্ড ও পাকিস্তানের পয়েন্ট ও নেট রানরেট দুই সমান হয়,তাহলে সেমি ফাইনালে যাবে কোন দল। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রথমে পয়েন্টের ভিত্তিতে ১০ দলের মধ্যে শীর্ষ ৪ দলের সেমিফাইনালে যাবে। যদি কোনও দুই দলের পয়েন্টও সমান হয়, তাহলে নেট রান রেটের আশ্রয় নেওয়া হবে। অর্থাৎ যে দলের নেট রান রেট ভালো, পয়েন্ট সমান হওয়ার পরও তারাই সেমিতে জায়গা করে নেবে।
advertisement
উদাহরণস্বরূপ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের এই মুহূর্তে সমান পয়েন্ট থাকলেও নেট রান রেটের কারণে এগিয়ে রয়েছে কিউই দল। পয়েন্ট আর নেট রান রেটও যদি একই থাকে, তাহলে হেড-টু-হেড রেকর্ডের দিকে নজর দেওয়া হবে। অর্থাৎ দুই দলের মুখোমুখি সাক্ষাতে কে জিতেছিল তা দেখা হবে। পাকিস্তান ও নিউজিল্যান্ডের পয়েন্ট এবং নেট রান রেটও সমান হলে সেমিফাইনালে উঠবে বাবররা। কারণ গ্রুপ পর্বের সাক্ষাতে জয় পেয়েছে পাকিস্তান। সব মিলিয়ে যা হিসেব নিউজিল্যান্ড, পাকিস্তান বা আফগানিস্তানের মধ্যে এক দলের সঙ্গে সেমিতে খেলবে ভারত।
advertisement
প্রসঙ্গত, বিশ্বকাপের শুরুটা এবার তেমন জমজমাটভাবে হয়নি। প্রথমদিকের ম্যাচগুলিতে মাঠ ফাঁকা থাকা নিয়ে অনেক প্রশ্নও উঠেছে। তবে প্রতিযোগিতা যত এগিয়েছে নিজের জৌলুস ফিরে পেয়েছে বিশ্বকাপ। আর এবার গ্রুপ পর্বের শেষ ল্যাপে এসে বিশ্বকাপ অন্য মাত্রা পেয়েছে তা বলাই যায়।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
World Cup 2023: সব আশা শেষ পাকিস্তানের? সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কে! শেষ ল্যাপে জমজমাট বিশ্বকাপ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement