বহু বছর ধরেই স্পেনের গাভা শহরেই পরিবার নিয়ে থাকেন মেসি। ওই বাড়ির উপর থেকে আকাশপথে চলাচল করে না কোনও বিমান। তবে কোনও নিরাপত্তা জনিত কারণে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়নি।
বার্সেলোনায় গাভা শহরটি পরিবেশগতভাবে উড়ানের জন্য নিষিদ্ধ এলাকা। লিওনেল মেসি এই এলাকাতেই থাকেন। বসবাসের উপযুক্ত হলেও গাভা এলাকায় বিমান ওঠানামা উপর নিষেধাজ্ঞা রয়েছে। কিছুদিন আগে স্প্যানিশ এয়ারলাইন্সের চেয়ারম্যান এই তথ্য প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, পরিবেশগত কারণে এই এলাকায় বার্সেলোনা বিমানবন্দর সম্প্রসারণ সম্ভব হয়নি।
advertisement
মেসির বাড়ির আকৃতি ফুটবল মাঠের মতো। শুধু মেসির বাড়ি নয়, সবুজে ভরপুর এই পুরো এলাকা। আর্জেন্টিনা অধিনায়কের বাড়িতে অনুশীলন মাঠ, জিম, সুইমিং পুল, থিয়েটার রুমের মতো সব আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে।
আরও পড়ুন, লুসেইলেই শুরু, লুসেইলেই শেষ! সৌদির কাছে হারার মাঠেই ইতিহাস মেসিদের
২০১৭ সালে মেসি তাঁর ছোটবেলার বান্ধনী বন্ধু আন্তোনেল্লা রোকুজ্জোকে বিয়ে করেন। মেসি এবং রোকুজ্জো ছোট থেকেই প্রতিবেশী ছিলেন।
বর্তমানে মেসি ও আন্তোনেলার তিন সন্তান রয়েছে। ফাইনাল জেতার পরে মেসির সঙ্গে মাঠে নেমে উচ্ছ্বাস করতে দেখা যায় তাঁর স্ত্রীকেও।