TRENDING:

World Cup 2019: KKR অধিনায়ক সুযোগ পেলেন বিশ্বকাপ দলে, যা বললেন সতীর্থ উথাপ্পা !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিশ্বকাপের জন্য কোন ১৫ জন ইংল্যান্ড যাচ্ছেন তা সোমবার জানিয়ে দিয়েছে ভারতীয় বোর্ড ৷ কলকাতাবাসী খুশি কারণ তাদের দুই প্রতিনিধি দলে সুযোগ পেয়েছেন একজন বঙ্গপেসার মহম্মদ শামি আর অন্যজন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক ৷ যতই তিনি তামিলনাড়ুর ক্রিকেটার হন এখন তাঁর বাংলা কানেকশন কে অস্বীকার করতে পারে!
advertisement

কেকেআর অধিনায়ক বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ায় দারুণ খুশি অন্য নাইটরা ৷ উচ্ছ্বসিত রবিন উথাপ্পা নিজের স্ট্যাটাসে বন্ধুর সাফল্য নিয়ে নিজের মন্তব্য লিখেছেন ৷ দু‘বছর ধরে কেকেআরের জার্সি গায়ে খেলছেন এই দু ‘জন ৷

মহেন্দ্র সিং ধোনি ছাড়া বিশ্বকাপ দলের দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দীনেশ কার্তিকের লড়াই ছিল ঋষভ পন্থের সঙ্গে ৷ তারওপর দীনেশ নিজের সেরা ফর্মের মধ্যে দিয়েও যাচ্ছেন না ৷ তারপরেও নির্বাচন কমিটি আস্থা রেখেছে দীনেশ কার্তিকের হয়ে ৷ ৩৩ বছরের কার্তিক এই সুযোগের যোগ্য দাবিদার এমনটাই স্থির বিশ্বাস রবিন উথাপ্পার ৷

advertisement

Photo Courtesy- Robin Uthappa/ Instagram

আরও পড়ুন - প্রথম ছবিতেই সাহসী চুমু, ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে মরিয়া এই মডেল...দেখুন ছবি

রবিন উথাপ্পা লিখেছেন, ‘যদি কোনও একজন বিশ্বকাপের দলে ঢোকার যোগ্য দাবিদার হন, তাহলে পারফরম্যান্সের ভিত্তিতে দীনেশ কার্তিক !!ওঁর জন্য দারুণ খুশি ৷ সুবিচার হয়েছে ৷ শেষ দু‘বছরের ভিত্তিতে সেরা ফিনিশার ও ৷ ’’

advertisement

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
World Cup 2019: KKR অধিনায়ক সুযোগ পেলেন বিশ্বকাপ দলে, যা বললেন সতীর্থ উথাপ্পা !