TRENDING:

পটনাতেও এবার বিশ্বমানের ক্রিকেট অ্যাকাডেমি খুলছেন ধোনি

Last Updated:

বিহারের ক্রিকেটের উন্নয়নের কাজেও এগিয়ে এলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পটনা: শুধু নিজের ঝাড়খণ্ডই নয় ৷ বিহারের ক্রিকেটের উন্নয়নের কাজেও এগিয়ে এলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ রাজধানী পটনাতে এবার নিজের ক্রিকেট অ্যাকাডেমি খুলতে চলছেন মহেন্দ্র সিং ধোনি ৷ বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন এখনও বোর্ডের অনুমোদিত ক্রিকেট সংস্থা নয় ৷ তাই ওই রাজ্যের ক্রিকেটে উন্নয়নও সেভাবে দ্রুতগতিতে হচ্ছে না ৷ বিহার থেকে ভবিষ্যতের ধোনিকে তুলে আনতেই এবার আসরে নামলেন মাহি ৷ এপ্রিলেই পটনাতে খুলতে চলেছেন নিজের অষ্টম ক্রিকেট অ্যাকাডেমি ৷
advertisement

আরও পড়ুন--

আইপিএলের আগে নতুন লুকে বিরাট

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পটনার প্যাটেল নগরের স্টেডিয়ামেই নিজের বিশ্বমানের ক্রিকেট অ্যাকাডেমি খুলতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি ৷ গত নভেম্বরে দুবাইতে প্রথম নিজের ক্রিকেট অ্যাকাডেমি খোলেন ধোনি। তারপরে সিঙ্গাপুরে। একে একে দিল্লি, বারাণসী, বরেলি, লখনউ এবং বোকারোতেও গড়ে ওঠে ধোনির অ্যাকাডেমি ৷ দেশের ছোট শহরগুলিতে ক্রিকেট প্রসারে বরাবরই উদ্যোগী ধোনি ৷  পটনার এই অ্যাকাডেমিতে প্রায় ১৫০ জন ক্রিকেটার প্রশিক্ষণ নিতে পারবেন বলে জানানো হয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
পটনাতেও এবার বিশ্বমানের ক্রিকেট অ্যাকাডেমি খুলছেন ধোনি