TRENDING:

শেষ রেস স্মরণীয় করে রাখতে আত্মবিশ্বাসী বোল্ট

Last Updated:

শেষবারের মত নামবেন বিদ্যু‍ৎ ছড়াতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: শেষবারের মত নামবেন বিদ্যু‍ৎ ছড়াতে। লন্ডনের বুকে। শুক্রবার শুরু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। নামবেন উসেইন বোল্ট।শেষবারের মত।
advertisement

অলিম্পিকে আটটা সোনা রয়েছে ঝুলিতে। আর বিশ্ব চ্যাম্পিয়নশিপে সেই সংখ্যাটা ১১। সংখ্যাটা আরও বাড়িয়ে নিয়ে যেতে চান তিনি। সেই নিয়ে কোনও সন্দেহ নেই। নামবেন ১০০ মিটার ও ৪০০ মিটার রিলেতে। মরশুমের শুরুতে খুব একটা ছন্দে ছিলেন না। কিন্তু মোনাকোর শেষ রেসে ফিরে পেয়েছেন পুরনো ফর্ম। ১০০ মিটার শেষ করেছেন ৯.৯৫ সেকেন্ডে। চলতি মরশুমে এটাই তাঁর সেরা সময়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে সাংবাদিক বৈঠকে চেনা মেজাজে বিদ্যুৎ বোল্ট। আরও একবার সদর্পে ঘোষণা, তিনিই সেরা।

বাংলা খবর/ খবর/খেলা/
শেষ রেস স্মরণীয় করে রাখতে আত্মবিশ্বাসী বোল্ট